Weather Update: শীতের প্রথম স্পেলে ১১ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা, সোয়েটার-মাফলারের ‘খেলা’ শুরু
Weather: ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রয়েছে কনকনে হাওয়া। ফলে সোয়েটার, মাফলার, চাদরের আদরে লেপটে থাকার দিন শুরু। সোমবারই পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৬, ঝাড়গ্রামে ১১।
কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারাপতন। স্বাভাবিকের থেকে কমেছে কলকাতার তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়ায় ইতিমধ্যেই ১১ ডিগ্রির ঘরে নেমেছে পারদ। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা নামারই ইঙ্গিত মিলছে। গত সপ্তাহে আকাশের মুখ প্রধানত ভারই থেকেছে। তবে সেই মেঘ কাটতেই ঝলমলিয়ে উঠেছে রোদ। আর আকাশ পরিষ্কার হতেই নামছে তাপমাত্রাও। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৩৯ শতাংশ।
শীতের এই স্পেলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে ঠান্ডা। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে রাতে ১৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে তার। হাওয়া অফিস বলছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে শীতও খেলা দেখানো শুরু করতে পারে অনায়াসেই।
ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রয়েছে কনকনে হাওয়া। ফলে সোয়েটার, মাফলার, চাদরের আদরে লেপটে থাকার দিন শুরু। সোমবারই পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৬, ঝাড়গ্রামে ১১। বীরভূমের শ্রীনিকেতনেও তাপমাত্রা ছিল ১১.৪। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়, আসানসোলে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে।