HC: ‘পুলিশ কি করে অনুমতি দিল?’, বিএড বিশ্ববিদ্যালয়ের সামনে ধরনা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

B.Ed University: বিচারপতি সেনগুপ্ত এদিন নির্দেশ দেন, পুলিশকে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কোনওভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পরীক্ষার্থীদের কোনওভাবেই বাধা দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামনে সশস্ত্র নিরাপত্তা রাখতে হবে।

HC: 'পুলিশ কি করে অনুমতি দিল?', বিএড বিশ্ববিদ্যালয়ের সামনে ধরনা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট। Image Credit source: Calcutta High Court Website
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 6:58 AM

কলকাতা: হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির অচলাবস্থা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সোমবার। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, গেটের বাইরে আন্দোলন চলছে। নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেট কার্যত বন্ধ। কীভাবে এই আন্দোলন চলছে, তা জানতে চায় আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, পুলিশ কি করে এই আন্দোলনের অনুমতি দিল? মঞ্চ বাধার অনুমতি কে দিল, একটা বিশ্ববিদ্যালয়ের গেটের মুখেই বা কী করে এমন আন্দোলনের অনুমতি মিলল?

বিচারপতি সেনগুপ্ত এদিন নির্দেশ দেন, পুলিশকে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কোনওভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পরীক্ষার্থীদের কোনওভাবেই বাধা দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামনে সশস্ত্র নিরাপত্তা রাখতে হবে। ধরনা থেকে যাতে কোনওরকম প্ররোচনামূলক মন্তব্য, অশান্তির চেষ্টা না করা হয় তাও পুলিশকে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের বিএড কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে। সম্প্রতি রাজ্যের ৬২৪টি বিএড কলেজের মধ্যে ২৫৩টি বিএড কলেজ ছাত্র ভর্তির অনুমতি পায়নি। এরপর থেকেই নানারকম ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন চলছে এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সামনে। এদিকে আজ মঙ্গলবার থেকে বি এডের প্র্যাক্টিক্যাল পরীক্ষা। এভাবে আন্দোলন চললে পরীক্ষার ভবিষ্যই নিয়েই প্রশ্ন উঠবে। যদিও আদালতের নির্দেশের পর পুলিশ কীভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনে তা স্পষ্ট হবে এদিনই। আগামী ৯ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে।