West Bengal Assembly: তথ্য কমিশনার নিয়োগ নিয়ে মমতার ঘরে শুভেন্দুর বৈঠকের সম্ভাবনা
Assembly: মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার আলোচনার মাধ্যমেই তথ্য কমিশনার লোকায়ুক্তের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত হয়।

কলকাতা: নভেম্বরের চা-বৈঠকের পর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suven) বৈঠকের সম্ভাবনা। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক হতে পারে বলেই সূত্রের দাবি। এতদিন বিধানসভায় কোনও বৈঠক হলে তা অধ্যক্ষের ঘরে হতো। এবার সেই বৈঠক মুখ্যমন্ত্রীর ঘরে হতে পারে বলে জোর চর্চা বিধানসভার অলিন্দে। তথ্য কমিশনার হিসাবে নবীন প্রকাশের নাম চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। যা নিয়ে আপত্তি করেছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় জগদীপ ধনখড় ছিলেন রাজ্যপাল। তাঁর কাছেও একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। নতুন করে ফের তথ্য কমিশনার নিয়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বিধানসভায়।
মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার আলোচনার মাধ্যমেই তথ্য কমিশনার লোকায়ুক্তের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। তাই বুধবারের বৈঠক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার মধ্যে রাজনীতি খোঁজার কোনও প্রয়োজন নেই বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তাদের দাবি, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা, দু’টিই প্রশাসনিক পদ। আর তথ্য কমিশনার নিয়োগের বিষয়টিও একেবারেই প্রশাসনিক।
তবে উল্লেখযোগ্য বিষয়, এর আগে এ ধরনের বৈঠক যখন হয়েছে তা হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরেই। এবার তা মুখ্যমন্ত্রীর ঘরে হবে। এর আগে নবান্নেও এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শুভেন্দু অধিকারী সেই বৈঠকে যাননি। শুভেন্দুর বক্তব্য ছিল, নিয়ম মেনে সবটা হচ্ছে না। সর্বসম্মতিক্রমে তথ্য কমিশনার নিয়োগের দাবি তুলেছিলেন তিনি। এবার আবারও সেই বৈঠকের সম্ভাবনা। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর আলোচনা হবে, কথা হবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো পশ্চিমবাংলার ঐতিহ্য ছিল। এখনকার সরকার সেসব মানে না।”
অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, “বৈঠক আছে। সেখানে বিরোধী দলনেতা যাবেন কি না সেটা দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। আর দ্বিতীয়ত, সরকারি কাজে কোনওভাবেই কোনও ছুঁৎমার্গ বিজেপি কখনও রাখেনি। সরকারি কাজ যাতে কোনও ছুঁৎমার্গের জন্য বিলম্বিত না হয় তা সবসময়ই বিজেপি নজরে রাখে।”





