Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OMR Sheet: কীভাবে OMR জালিয়াতি? কীভাবেই বা ধরা পড়ল ভুয়ো শিক্ষকরা? ফর্মুলা একটাই! কুন্তলদের বুদ্ধি দেখে চোখ কপালে CBI-এর

OMR Sheet: প্রত্যেক দালালের নিজস্ব ‘কোড’রয়েছে। কুন্তলের চাকরির কোড ২। পুরো বিষয়টাই প্ল্যানমাফিক। কুন্তলকে টাকা দিলে OMR-এ ২টি গোল। আরেক এজেন্টের কোড সাদা খাতা।

OMR Sheet: কীভাবে OMR জালিয়াতি? কীভাবেই বা ধরা পড়ল ভুয়ো শিক্ষকরা? ফর্মুলা একটাই! কুন্তলদের বুদ্ধি দেখে চোখ কপালে CBI-এর
কুন্তল ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 2:54 PM

কলকাতা: OMR শিট দুর্নীতির অভিযোগ । হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল গ্রুপ ডি-র ১৯১১ জন কর্মী ও শিক্ষকদের। কিন্তু কীভাবে OMR জালিয়াতি? কীভাবেই বা ধরা পড়ল ভুয়ো শিক্ষকরা? কী উপায়ে ভুয়োদের হদিশ পেলেন তদন্তকারীরা? বাংলায় প্রবাদ আছে, যতই নিখুঁত চুরি হোক না কেন, ক্লু ঠিকই থাকবে। শুরুতে বেগ পেতে হলেও মৌচাকে ঢিল মারতেই বেরিয়ে এসেছে চাকরি চুরির দলিল। তদন্তকারীদের কাছ থেকেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সব দুর্নীতির নেপথ্যে এক ফর্মুলা। সব চাকরি চুরিতেই এক ছকেই দুর্নীতি। তদন্তে জানা গিয়েছে, প্রত্যেক দালালের নিজস্ব ‘কোড’রয়েছে। কুন্তলের চাকরির কোড ২। পুরো বিষয়টাই প্ল্যানমাফিক। কুন্তলকে টাকা দিলে OMR-এ ২টি গোল। আরেক এজেন্টের কোড সাদা খাতা। কিন্তু সাদা খাতা জমা দিলে তো ফেল? প্রশ্ন থাকছেই। সেক্ষেত্রে, সাদা খাতা জমা চাকরিপ্রার্থীর OMR শিট রিডার মেশিনে ফেল করলেও সার্ভারে নম্বর বাড়িয়ে পাশ হয়ে যেত। OMR-এ শিটের হার্ডকপি সংরক্ষণ না হওয়ায় প্রমাণ লোপাট হত সহজেই।

কীভাবে রহস্যভেদ?

গাজিয়াবাদে নাইসার হার্ডডিস্কে জমা রয়েছে OMR। সেখান থেকেই OMR কেলেঙ্কারির সূত্র হাতে আসে CBI-এর। OMR ও সার্ভারের নম্বর মিলিয়ে দেখতেই পর্দাফাঁস। হাইকোর্টে তড়িঘড়ি তথ্য জমা করে সিবিআই।

কোর্টের নির্দেশে ১৯১১ গ্রুপ D কর্মীর চাকরি বাতিল হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি গিয়েছে ওএমআর শিটে গরমিল করে নম্বর বাড়িয়ে চাকরি পাওয়া ১৯১১ জনের। তাঁদের ক্ষেত্রে তদন্তকারীরা গাজিয়াবাদ থেকে ওএমআর শিট এনে আদালতে দেখিয়ে দিয়েছেন, কীভাবে কারচুপি হয়েছে।

তদন্তকারীরা এও জানাচ্ছেন, যে সময়ে দুর্নীতি হয়েছে, সেই সময়ে দায়িত্বে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। ফলে কীভাবে গরমিল, কার নির্দেশে গরমিল, সেটাও আদালতের বিবেচ্য বিষয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সুবীরেশ ভট্টাচার্যকে সেই নাম জানানোর নির্দেশ দিয়েছেন।

এক নজরে

সব দুর্নীতি, এক ফর্মুলা

  • সব চাকরি চুরিতেই এক ছকেই দুর্নীতি
  • প্রত্যেক দালালের নিজস্ব ‘কোড’
  • কুন্তলের চাকরির কোড ২
  • কুন্তলকে টাকা দিলে OMR-এ ২টি গোল
  • আরেক এজেন্টের কোড সাদা খাতা
  • সেক্ষেত্রে, সাদা খাতা জমা চাকরিপ্রার্থীর
  • OMR শিট রিডার মেশিনে ফেল করলেও সার্ভারে নম্বর বাড়িয়ে পাশ
  • OMR-এ শিটের হার্ডকপি সংরক্ষণ না হওয়ায় প্রমাণ লোপাট