Tapas Roy: এখনই গৃহীত হল না তাপসের ইস্তফাপত্র

West Bengal Assembly: বিধানসভার স্পিকার জানাচ্ছেন, 'পদ্ধতিগত ত্রুটি রয়েছে। পদ্ধতিগত সংশোধন করে তিনি নতুন করে ইস্তফাপত্র দেবেন বলে জানিয়েছেন। যদি তিনি সেটা দেন, তখন আমি সেটা বিবেচনা করে দেখব।' আগামিকাল বেলা ১টায় তাপস রায়কে বিধানসভায় আসতে বলা হয়েছে বলেও জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Tapas Roy: এখনই গৃহীত হল না তাপসের ইস্তফাপত্র
বিমান বন্দ্যোপাধ্যায়া ও তাপস রায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 4:20 PM

কলকাতা: এখনই গৃহীত হল না বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফাপত্র। জানা যাচ্ছে, তাপস রায়ের পদত্যাগপত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে এবং আবার ইস্তফাপত্র লিখে জমা দিতে বলেছেন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। আগামিকাল (বৃহস্পতিবার) বেলা ১টায় আবার বিধানসভায় ডাকা হয়েছে তাপস রায়কে। উল্লেখ্য, গত সোমবার তাপস রায় বিধানসভায় এসে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছিলেন স্পিকারের অফিসে। গতকালই সূত্র মারফত জানা গিয়েছিল, তাপস রায়ের ইস্তফা পত্র নিয়ে সন্তুষ্ট নন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই আজ বিকেল ৩ টে নাগাদ তাপস রায়কে ডেকে পাঠানো হয়েছে বিধানসভায়। যদিও অপর একটি সূত্র বলছিল, তাপস রায়ের ইস্তফাপত্র পরীক্ষার কাজ শেষ না হওয়ার কারণে, মঙ্গলবারের পরিবর্তে তাঁকে বুধবার বিধানসভায় আসতে বলা হয়েছে।

বিধানসভার স্পিকার জানাচ্ছেন, ‘পদ্ধতিগত ত্রুটি রয়েছে। পদ্ধতিগত সংশোধন করে তিনি নতুন করে ইস্তফাপত্র দেবেন বলে জানিয়েছেন। যদি তিনি সেটা দেন, তখন আমি সেটা বিবেচনা করে দেখব।’ আগামিকাল বেলা ১টায় তাপস রায়কে বিধানসভায় আসতে বলা হয়েছে বলেও জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ও এদিন বলেন, ‘একটি ফরম্যাট আছে তো। কাল দুপুর ১টায় এসে গোটা বিষয়টি হয়ে যাবে। পদ্ধতিগত কারণে কাল আসতে হবে। স্পিকার বিশিষ্ট আইনজীবী। আমিও নিয়ম মেনে চলা মানুষ, অনৈতিক কিছু করিনি, করবও না।’

উল্লেখ্য, তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক থাকার পর এবার ঘাসফুলের সঙ্গ ছাড়লেন তাপস রায়। সরকারি পদ বা দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন আগেই। সোমবার বিধায়ক পদেও ইস্তফা দিয়ে দেন তাপস। তবে পদ্ধতিগত ভুলের জন্য তাঁর সেই ইস্তফাপত্র এখনই গৃহীত হল না বিধানসভায়। নতুন করে ইস্তফাপত্র লিখে জমা করতে বললেন স্পিকার।