Mamata vs Suvendu: নন্দীগ্রামের লোডশেডিং তত্ত্ব মমতার ‘ভাঙা রেকর্ড’, মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব শুভেন্দুর

Mamata vs Suvendu: অধিবেশন থেকে ওয়াকআউটের পর সাংবাদিক বৈঠকে মমতাকে নিশানা করেন শুভেন্দু। বলেন, 'ওনার একটা ভাঙা রেকর্ড আছে, শুভেন্দু গণনায় কারচুপি করে নন্দীগ্রামে ভোটে জিতেছে।' মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা, তাঁর 'অব্যক্ত যন্ত্রণা' থেকে বেরিয়ে আসে বলেও খোঁচা দিলেন শুভেন্দু।

Mamata vs Suvendu: নন্দীগ্রামের লোডশেডিং তত্ত্ব মমতার 'ভাঙা রেকর্ড', মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব শুভেন্দুর
মমতাকে পাল্টা শুভেন্দুরImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 7:59 PM

কলকাতা: বিধানসভায় বৃহস্পতিবার পঞ্চায়েত হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাবে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রেখেছেন আজ। বিধানসভার মুখ্যমন্ত্রীর বক্তব্যে আজ উঠে এসেছে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গও। প্রশ্ন তুলেছেন, ‘নন্দীগ্রামের কথা ভুলে গিয়েছেন? দু’ঘণ্টা লোডশেডিং করে রেজাল্ট বদলে গেল কী করে?’ মুখ্যমন্ত্রীর সেই খোঁচার পাল্টা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অধিবেশন থেকে ওয়াকআউটের পর সাংবাদিক বৈঠকে মমতাকে নিশানা করেন শুভেন্দু। বলেন, ‘ওনার একটা ভাঙা রেকর্ড আছে, শুভেন্দু গণনায় কারচুপি করে নন্দীগ্রামে ভোটে জিতেছে।’ মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা, তাঁর ‘অব্যক্ত যন্ত্রণা’ থেকে বেরিয়ে আসে বলেও খোঁচা দিলেন শুভেন্দু।

মমতার নন্দীগ্রাম নিয়ে খোঁচার পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, ‘হ্যাঁ, আমি জিতেছি। জিতেছি বলেই আপনি কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী। জিতেছি বলেই শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে ভবানীপুরে ছাপ্পা মেরে জিততে হয়েছে আপনাকে।’ এর পাশাপাশি দু’ঘণ্টার লোডশেডিং নিয়ে যে অভিযোগ মমতা করছেন, তারও জবাব দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর ব্যাখ্যা, ওই একই গণনাকেন্দ্রে তিনটি বিধানসভার ভোট গণনা হয়েছে। মহিষাদল, হলদিয়া ও নন্দীগ্রাম। সেখানে দুটি বিধানসভায় বিজেপি জিতেছে, আর একটিতে তৃণমূল জিতেছে। কোথায় কত ব্যবধান হয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরেন বিরোধী দলনেতা।

নন্দীগ্রাম ও হলদিয়ায় বিজেপি জিতলেও, ওই একই গণনাকেন্দ্রে মহিষাদল থেকে ফল যে তৃণমূলের পক্ষে গিয়েছে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু। মমতাকে খোঁচা দিয়ে বললেন, ‘ওই বিল্ডিংয়ে মহিষাদলে তৃণমূল জিতল ২১০০ ভোটে। আর ওই একই বিল্ডিংয়ে আপনি হারলেন ১৯৫৬ ভোটে।’ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে ইলেকশন পিটিশনও দাখিল করেছিলেন। সেই নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য, সেই মামলার রিটের কপি তাঁর কাছে রয়েছে। শুভেন্দুর দাবি, ওই মামলার রিটে যা রয়েছে, তা সবই ‘কানে শোনা’। ‘চোখে দেখা’ কিছু নেই।