Dilip Ghosh Remarks: বাড়ছে কুড়মিদের অসন্তোষ, দিলীপের হয়ে ক্ষমা চেয়ে নিলেন সুকান্ত
Sukanta Majumdar: বিজেপির রাজ্য সভাপতি বললেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়।'
কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কুড়মি আন্দোলনকারীদের (Kurmi Agitation) একাংশ দিলীপ ঘোষের সেই মন্তব্যের পর বেজায় চটে রয়েছেন। সাংসদের বাড়ি ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন একাংশের মানুষ। আর এই বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দিলীপ ঘোষের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। মঙ্গলবার সল্টলেকের ইজেডসিসিতে রোজগার মেলার অনুষ্ঠানে আসেন সুকান্ত। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল কুড়মিদের আন্দোলন এবং দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে। বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়।’
এরপরই সুকান্ত বললেন, ‘যদি ওনাদের মনে হয়, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ প্রসঙ্গত, দিলীপ ঘোষকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয় রবিবার। জঙ্গলমহল এলাকায় এক দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পথ আগলে দাঁড়ান কুড়মি আন্দোলনকারীদের একাংশ। সরাসরি সাংসদকে তাঁরা প্রশ্ন করেন, তিনি কুড়মিদের জন্য কী করেছেন?
কুড়মিদের এই অসন্তোষের মধ্যেই দিলীপ ঘোষ আবার এই আন্দোলন ঘিরে রাজনীতিকরণের চেষ্টার একটি তত্ত্বও উস্কে দিয়েছেন। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেবে। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। ক্ষমতা থাকলে যতজন মাহাতো এমপি, এমএলএ আছে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি থাকব। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সাহায্য করেছি।’
সাংসদের মুখে মন্তব্যের পর বিতর্ক আরও বাড়ে। দিলীপ ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়। পরে অবশ্য দিলীপ ঘোষ বলেছেন, ‘কুড়মি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।’ এই আন্দোলনকে যাতে মাওবাদী আন্দোলন বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেওয়া হয়, সেই আবেদনও কুড়মি নেতাদের কাছে করেন দিলীপ ঘোষ।