DA Agitation: সোম-মঙ্গলে কোনও ছুটি নয় শিক্ষক-শিক্ষাকর্মীদের, বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে শিক্ষকদের ছুটি দেওয়া যাবে না বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

DA Agitation: সোম-মঙ্গলে কোনও ছুটি নয় শিক্ষক-শিক্ষাকর্মীদের, বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের
প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 10:29 PM

কলকাতা: বকেয়া ডিএ (DA Agitation) মিটিয়ে দেওয়ার দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাংশ। যদিও এর পাল্টা কড়া অবস্থান নিয়েছে রাজ্য। ২০ ও ২১ ফেব্রুয়ারি কাজে যোগ না দিলে সার্ভিস ব্রেক হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এবার এব্যাপারে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সব স্কুলে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আসতে হবে বলে নির্দেশিকায় সাফ জানানো হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে? ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে রবিবারমধ্যশিক্ষা পর্ষদের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় স্পষ্টত জানানো হয়েছে, আগামী ২১ ও ২১ ফেব্রুয়ারি অর্থাৎ সোম ও মঙ্গলবার সব স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে হবে। কোনরকম ছুটি নেওয়া চলবে না। এমনকি ক্যাজুয়াল লিভ নেওয়াও যাবে না।

যদিও মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে শিক্ষকদের ছুটি দেওয়া যাবে না বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ২০ ও ২১ ফেব্রুয়ারি স্কুলে না এলে স্কুল কর্তৃপক্ষকে DI-এর কাছে রিপোর্ট দিতে হবে এবং DI-রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন বলে নির্দেশিকায় সাফ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এদিন সকালেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বারুইপুরে নিজের কেন্দ্রে স্কুল পরিদর্শনে গিয়ে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সোম ও মঙ্গল কর্মবিরতিতে যোগ না দেওয়ার আবেদন জানান। বকেয়া ডিএ-র দাবি ন্যায্য বলেও রাজ্য সরকারের পরিস্থিতির কথা সরকারি কর্মীদের বোঝা উচিত বলেও জানান তিনি। একইসঙ্গে আগামী ২০ ও ২১ তারিখ কর্মবিরতিতে অংশ নিলে সেটা বরদাস্ত করা হবে না এবং বিধানসভার ক্ষেত্রে তিনি কঠোর পদক্ষেপ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।