Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu on 356 IPC: ‘ভোটে হেরে এখন ৩৫৬ চাইছে’, বিজেপিকে নিশানা ব্রাত্য বসুর

CPIM: ৩৫৬ ধারা প্রয়োগ কোনও সমাধান নয়, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

Bratya Basu on 356 IPC: 'ভোটে হেরে এখন ৩৫৬ চাইছে', বিজেপিকে নিশানা ব্রাত্য বসুর
রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 9:35 PM

কলকাতা: গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন ঘটনাকে সামনে রেখে বাংলায় ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছে বিজেপি (BJP)। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার (West Bengal) প্রশাসনিক দিক থেকে ব্যর্থ। ভেঙে পড়েছে এ রাজ্যের আইনশৃঙ্খলা। তাই সংবিধানের ৩৫৫ অনুচ্ছেদ বা ৩৫৬ ধারা জারি করা হোক। সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী কোনও রাজ্যের সরকার যদি রাজ্যে শাসন চালাতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় সরকার ওই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের কাছে আবেদন তাদের যা ক্ষমতা আছে তারা তা প্রয়োগ করুক। বাংলার মানুষকে রক্ষা করুক। তারই পাল্টা এদিন বিজেপিকে নিশানা করেন ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, ভোটে হেরে গিয়ে রাষ্ট্রপতি শাসন চাইছে বাংলার বিজেপি। ভোটের বাক্সে কিছু করতে না পেরে এই উপায়ে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করছে গেরুয়া শিবির।

কী বললেন ব্রাত্য বসু

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, “ভোটে হেরে গিয়ে এরা রাষ্ট্রপতি শাসন চায়। প্রতিটি ভোটে পর্যুদস্ত হচ্ছে। আগলে বার ২০০ পার বলে ১০০ পার করতে পারছে না। তারপর একটাই তো থাকে, গায়ের জোরে ফতোয়া দেওয়া, হুকুম দেওয়া, খাপ পঞ্চায়েত বসানো। বিজেপি যা করে থাকে। সেটার একটা অনুসারী হিসাবে তারা ৩৫৫ বা ৩৫৬ কিছু একটা ধারা আছে বলে জানে। তাই এসব বলছে। এখন আমার মনে হয় না ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ খুব নরম ঘাঁটি। পশ্চিমবঙ্গে এসব করতে আসলে পশ্চিমবঙ্গের মানুষ এখানে বিজেপিকে দুরমুশ করে দেবে।”

দিলীপ ঘোষের বক্তব্য

রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “খুন, ধর্ষণ, অত্যাচার হচ্ছে নিয়মিত। সাধারণ মানুষ হাহাকার করছেন। তার থেকে মুক্তি চাইছেন সাধারণ মানুষ। কেন্দ্র সরকারের কাছে আমাদেরও আবেদন আপনাদের যে অধিকার আছে সেটা প্রয়োগ করে এখানকার মানুষকে রক্ষা করুন। মানুষের অধিকার ফিরিয়ে দিন। কোনও সভ্য রাজ্যে এ ধরনের ঘটনা ঘটে না।”

সিপিএমের অবস্থানও স্পষ্ট

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, তিনি রোজ ৩৫৬ ধারার দাবি করতেন। এখন বিজেপিও সেই দাবি করছে। আমরা তখনও বলেছি, এখনও বলছি এটা কোনও সমাধান নয়। ডবল ইঞ্জিনের সরকার উত্তর প্রদেশ, পশ্চিমবাংলার থেকে ভাল আছে কি? বিজেপিশাসিত রাজ্যগুলির কী হাল! আমাদের হাঁসখালি, ওদের হাথরস।”

আরও পড়ুন: Weather Update: পয়লা বৈশাখেও ভ্যাপসা গরম নাকি ঝেঁপে বৃষ্টি, কালবৈশাখী, জানিয়ে দিল হাওয়া অফিস

আরও পড়ুন: CM Mamata Banerjee: ‘রাজনীতির বাইরেও আমি তো একটা মানুষ…’, কালীঘাটে পুজো দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়