Convoy Controversy: ভিআইপি সুরক্ষায় রাজ্যের কী ব্যবস্থা? শুভেন্দু-কনভয় বিতর্ক মামলায় জানতে চাইলেন বিচারপতি মান্থা
Calcutta High Court: কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরকাণ্ডে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাইকোর্টে যান। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, অভিযোগের মধ্যে রাজনীতি রয়েছে।
কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়, তার বিস্তারিত জানতে চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানেই বলা হয়, রুট লাইনিং কী ছিল, বাকি কী বন্দোবস্ত ছিল, সবটা আদালতকে জানাবে রাজ্য। আপাতত ‘ইয়েলো বুক’ মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। অন্যদিকে মঙ্গলবার অবধি কোনও কনভয় সুরক্ষা কর্মীকে পুলিশ ডাকতে পারবে না, নির্দেশ আদালতের। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে।
কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরকাণ্ডে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাইকোর্টে যান। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, অভিযোগের মধ্যে রাজনীতি রয়েছে। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেছিলেন, রাজ্য কথা দিয়েও কনভয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, “প্রথম গাড়িতে বিরোধী দলনেতা ছিলেন। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।”
চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হয় শেখ ইসরাফিল নামে এক যুবকের। সেই ঘটনায় কনভয়ের ওই গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। এ নিয়ে সোচ্চার হয় শাসকদলও। এরপরই এতে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে হাইকোর্টে যান শুভেন্দু অধিকারী। তারই শুনানি ছিল এদিন।