Mamata Banerjee: বুধের বিকেলে নিউটাউনের চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী, হঠাৎ কী হল?

Mamata Banerjee: বিকেল চারটের কিছু পরে নিউটাউনের এক চক্ষু হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর সন্ধে ৬টার কিছু আগে ওই চক্ষু হাসপাতাল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, চোখ দেখানোর জন্যই ওই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: বুধের বিকেলে নিউটাউনের চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী, হঠাৎ কী হল?
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 6:47 PM

কলকাতা: বুধবার বিকেলে আচমকা নিউটাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের কিছু পরে সেখানে যান তিনি। প্রায় দেড় ঘণ্টা সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর সন্ধে ৬টার কিছু আগে ওই চক্ষু হাসপাতাল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, চোখ দেখানোর জন্যই ওই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চশমা ব্যবহার করেন। তবে ঠিক কী কারণে তিনি চোখ দেখাতে গিয়েছিলেন, সেই বিষয়টি এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে আবারও বাংলায় সবুজ আবির উড়েছে। বিজেপি যেরকম আশা করেছিল বাংলায়, তার ধারেকাছেও ঘেঁষতে পারেনি। এবারের ভোটে বাংলা থেকে আরও আসন বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এমন অবস্থায় জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব আরও বেড়েছে। বিরোধীদের ইন্ডিয়া জোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বিরোধী রাজনীতির পরিসরে আরও শক্তি বেড়েছে লোকসভা ভোটে সাফল্যের পর।

প্রসঙ্গত, এর আগে বাংলায় বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাঁর পায়ে চোট লেগেছিল। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার চোখ দেখাতে নিউটাউনের এক চক্ষু হাসপাতালে গেলেন তৃণমূল সুপ্রিমো।