Mamata-Modi Meet: রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে ‘গল্প’ করলেন মমতা

Mamata Banerjee: সামনে লোকসভা ভোট রয়েছে। রাজ্য রাজনীতি ও জাতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেদিকে নজর ছিল সবার। যদিও রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এদিনের সাক্ষাৎকে এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেন। কোনও রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী।

Mamata-Modi Meet: রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে 'গল্প' করলেন মমতা
রাজভবনে মমতা-মোদী সাক্ষাৎImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 8:38 PM

কলকাতা: রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের সভা শেষে করে রাজভবনে আসেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে আসেন মমতাও। সূত্রের খবর, এদিন রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হয়। প্রায় এক ঘণ্টা পর সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ রাজভবন থেকে বেরোন মমতা। সামনে লোকসভা ভোট রয়েছে। রাজ্য রাজনীতি ও জাতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেদিকে নজর ছিল সবার। যদিও রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এদিনের সাক্ষাৎকে এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেন। কোনও রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী।

রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এখনও নির্বাচন ঘোষণা হয়নি। প্রোটোকল রয়েছে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু আরসিটিসিতে যেতে পারিনি, তাই এখানে এসে দেখা করে গেলাম।’ প্রসঙ্গত, আরামবাগ থেকে কলকাতায় এসে আরসিটিসি হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। তারপর সেখান থেকে সড়কপথে রাজভবনে আসেন মোদী। এদিন সন্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের দাবি দাওয়ার প্রসঙ্গ নিয়ে কি কোনও কথা হল মুখ্যমন্ত্রীর? সেটাই জানার জন্য কৌতূহলী অপেক্ষা করছিল রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে জানালেন, ‘রাজ্যের কথাগুলিও বলে গেলাম। আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা। মানে, আমার সঙ্গে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়।’

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যায় এদিন সন্ধেয় রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, শুধুই সৌজন্য সাক্ষাৎ। বললেন, ‘আমি এখানে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে মন্তব্য করব না। কারণ এটা কোনও রাজনৈতিক বৈঠক ছিল না।’ প্রধানমন্ত্রী মোদীকে কোনও উপহার মুখ্যমন্ত্রী দিয়েছেন কি না, সে নিয়েও এদিন রাজভবনের বাইরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তার জবাবে মুখ্যমন্ত্রী বললেন, ‘বাংলার মিষ্টি তো আমরা দিই সবসময়।’