বাংলায় কোভিড গ্রাফ নিম্নমুখী! তবে সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যের শীর্ষে উত্তর ২৪ পরগনা
ফের নিম্নমুখী রাজ্যের কোভিড সংক্রমণের গ্রাফ (West Bengal Corona Update)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কম দৈনিক সংক্রমণ।
কলকাতা: ফের নিম্নমুখী রাজ্যের কোভিড সংক্রমণের গ্রাফ (West Bengal Corona Update)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও কম দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৬ হাজার ২২৫। রাজ্যের পজিটিভিটি রেটও কমে ২৫ শতাংশ।
সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে ফের দেড়শো পার দৈনিক মৃত্যুর সংখ্যা। শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৫৩ জন করোনা আক্রান্তের।
কলকাতার জন্যও ভাল খবর। অনেকটা কমে কলকাতায় দৈনিক সংক্রমণ নামল আড়াই হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে নতুন করে করোনা আক্রান্ত ২, ৩৭৮ জনের। শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরে মৃত্যু ৩০ আক্রান্তের। নিম্নমুখী উত্তর ২৪ পরগনার কোভিড-গ্রাফও। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোভিড সংক্রামিত ৩.৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৭ করোনা আক্রান্তের। যদিও নতুন আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাজ্যের শীর্ষে উত্তর ২৪ পরগনা।
কোভিড গ্রাফে চিন্তা বাড়াচ্ছে হাওড়া। ফের দৈনিক আক্রান্ত হাজার পার। শেষ বুলেটিন অনুযায়ী, জেলার নতুন করে আক্রান্ত ১,১৫১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জন করোনা আক্রান্তের। হুগলিতেও নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১.০৩৬। মৃত্যু হয়েছে ৪ জনের।
আরও পড়ুন: গঙ্গার জল বাড়বে ১৮ ফুট উচ্চতায়, ভাসবে কলকাতা! বিকাল ৪টে পর্যন্ত তিলোত্তমার জন্য বিপর্যয়ের সতর্কতা
কোভিড চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়ে দার্জিলিঙে দৈনিক সংক্রমণ ৮৬১। মৃত্যু হয়েছে ৪ জনের। জলপাইগুড়িতে দৈনিক সংক্রমণ ৫৪৯ জনের। জেলায় মৃত ৯। দুই দিনাজপুর মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে, দেশে এক দিকে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৫৫৩ জনের। দেশে একদিনে করোনায় মৃত ৩ হাজার ৮৪২ জনের।