ফের সামান্য বাড়ল সংক্রমণ, জলপাইগুড়ি-সহ দক্ষিণের কয়েকটি জেলায় উর্ধ্বমুখী হার
West Bengal Covid 19 Update: এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা।
কলকাতা: সংক্রমণের ওঠানামা লেগে রয়েছে রাজ্যে। শুক্রবারের পর শনিবার সামান্য বাড়ল বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গতকালকের তুলনায় মৃত্যুর সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও ঘটনা উত্তরবঙ্গে ঘটেনি। কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের মৃত্যু বেড়েছে। এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা।
শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনা মুক্ত হয়েছে ৮১৯ জন। গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৮ জন কমে বর্তমানে সেটা দাঁড়িয়ে ১১ হাজার ১১৩-এ। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২০৯ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। পজিটিভিটির হার ১.৮২ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।