১৫০ ছাড়াল রাজ্যের করোনা মৃত্যু, আশা জাগাচ্ছে কলকাতা, ভয় বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা
সবকিছুর মধ্যে ইতিবাচক বিষয় হল, আক্রান্তের তুলনায় মানুষ সুস্থ হয়েছেন বেশি। ফলেছে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও।
কলকাতা: বেলাগাম সংক্রমণ। মৃত্যুতেও রাশ টানা যাচ্ছে না। যদিও দৈনিক সংক্রমণের হারে খুব একটা বৃদ্ধি আসেনি। তা সত্ত্বেও মৃত্যুমিছিলে বিরাম নেই। বুধবার নতুন করে রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে করোনায়। টেস্টের সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। তবে সবকিছুর মধ্যে ইতিবাচক বিষয় হল, আক্রান্তের তুলনায় মানুষ সুস্থ হয়েছেন বেশি। ফলেছে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন। এই একই সময় সেরে উঠেছেন ১৯ হাজার ১৫১ জন। ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৯১ জন। বর্তমানে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ১৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। গত কয়েকদিন যাবত দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৬৬-৬৭ হাজারের ঘরে। তা কিছুট বৃদ্ধি পাওয়ায় এবং আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সামান্য হলেও স্বস্তি মিলেছে। গোটা রাজ্যে ১১৪ টি ল্যাবে পরীক্ষা হচ্ছে নমুনা। পজিটিভিটির হার এখনও উদ্বেগজনক। যত সংখ্যক পরীক্ষা হচ্ছে তার মধ্যে ২৬ শতাংশের রিপোর্টই আসছে পজিটিভ।
আরও পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাস ‘মহামারি’, ঘোষণা রাজস্থান সরকারের
সংক্রমণের হার যথারীতি সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। যদিও আশাব্যঞ্জকভাবে কলকাতায় সক্রমণের হার নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৩১ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,১৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
আরও পড়ুন: সাইক্লোন বিধ্বস্ত গুজরাট পেল ১০০০ কোটি, বাড়তি সাহায্য পাচ্ছে মৃত-আহতদের পরিবার