Amit Shah: নভেম্বরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক নবান্নে, আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Eastern zonal council: জ়োন ভিত্তিক পাঁচটি পরিষদ বা কাউন্সিল রয়েছে। প্রথামাফিক এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব।

Amit Shah: নভেম্বরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক নবান্নে, আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 12:03 AM

কলকাতা: পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Regional Security Council) বৈঠক হওয়ার কথা নভেম্বরে। সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দিতে আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহে এই বৈঠক হতে পারে। সেখানে উপস্থিত থাকতে পারেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের অন্তর্গত পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিম। এই পাঁচ রাজ্যকে নিয়েই বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই বৈঠক হতে চলেছে নবান্ন সভাঘরে। রাজ্য সরকার এই সভাঘর ঠিক করেছে বলেই সূত্রের দাবি।

জ়োন ভিত্তিক পাঁচটি পরিষদ বা কাউন্সিল রয়েছে। প্রথামাফিক এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব। নভেম্বরের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। আন্তঃরাজ্য সীমানার পাশাপাশি অন্তর্দেশীয় সীমান্তের নিরাপত্তা নিয়েও আলোচনা হয় এই পরিষদের বৈঠকে। ২০১৮ সালের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছিল নবান্নেই। সেখানে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

প্রসঙ্গত চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হয়। নবান্নে সেই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের প্রতিনিধিও। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের আমলারা। নভেম্বরের বৈঠক নবান্নে হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আমার কাছে কোনও নিশ্চিত খবর নেই। তবে আপনাদের মতো আমিও শুনছি। যদি সেটা হয়ই বা দল হিসাবে আমাদের কী বা বলার থাকতে পারে। এটা তো সরকারের সঙ্গে সরকারের মিটিং। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলির মিটিং। এ নিয়ে কোনও রাজনৈতিক দলের বক্তব্য থাকতে পারে না। “