বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব মানেই গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এবার শহর কলকাতার এক স্কুলের প্রাক্তনীরা পুনর্মিলন উৎসবে নিলেন এক অভিনব উদ্যোগ।
বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের জীবনের পথে আরও কয়েক ধাপ এগিয়ে দিতে আয়োজন করা হল এক অভিনব কর্মশালার।
বিজয়গড় নিরঞ্জন সদনে পুনর্মিলন উৎসবের আয়োজন করলেন গান্ধী কলোনি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ সালের প্রাক্তনীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিলেন ভারতীয় ক্রীড়া জগতের বিশিষ্ঠ মনোবিদ তথা ‘মেন্টাল টাফনেস ট্রেনার’ ডাঃ মৃণাল চক্রবর্তী।
বর্তমান সময়ের ছাত্রছাত্রীদের মানসিক দৃঢ়তা বাড়াতেই কর্মশালার আয়োজন করা হয়।
চার ঘণ্টার কর্মশালায় বুঁদ হয়ে রইলেন স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা। ডাঃ মৃণাল চক্রবর্তীর জীবনের পাঠ বিভোর হয়ে শুনলেন অভিভাবকরাও।
করোনার জেরে বাড়ছে মোবাইল নির্ভরতা। বিপজ্জনক কাজ করার ঝোঁক বাড়ছে কিশোর-কিশোরীদের মনে। এই প্রবণতাগুলি রুখতে বাবা-মাকে আরও বেশি করে সময় দেওয়ার পরামর্শ মনোবিদের।
সমাজে পাল্লা দিয়ে বাড়ছে গালিগালাজ ব্যবহারের রীতি। কুপ্রভাব পড়ছে কিশোর মনে। বেপরোয়া কথায় লাগাম টানতে পরামর্শ মনোবিদের।