BIG OFFER: ১০০ শতাংশ ছাড়! মমতার নির্দেশে বড় উপহার রাজ্য সরকারের
Transport Department: পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, রাজ্যে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ গাড়ির থেকে ট্যাক্স পাওনা রয়েছে। অনেক গাড়ির আবার ফিটনেস ও পারমিটও পুনর্নবীকরণ করা হয়নি। এসবের কারণে, গাড়িগুলির জন্য জরিমানাও জমেছে মোটা টাকার। এবার সেই গাড়িগুলির বকেয়া কর জমা করার ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে রাজ্য।
কলকাতা: বর্ষবরণের মুখে ফের উপহারের ডালি সাজিয়ে হাজির রাজ্য সরকার। যে সব গাড়ির রোড ট্যাক্স বকেয়া পড়ে আছে, সেই সব গাড়ির মালিকদের জন্য দুর্দান্ত অফার দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। অনেকেই সময় মতো কর জমা করেন না। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, রাজ্যে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ গাড়ির থেকে ট্যাক্স পাওনা রয়েছে। অনেক গাড়ির আবার ফিটনেস ও পারমিটও পুনর্নবীকরণ করা হয়নি। এসবের কারণে, গাড়িগুলির জন্য জরিমানাও জমেছে মোটা টাকার। এবার সেই গাড়িগুলির বকেয়া কর জমা করার ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে রাজ্য।
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া মূল করের টাকা জমা দিলে, কোনও জরিমানা লাগবে না। ১০০ শতাংশ জরিমানা মুকুব করে দেওয়া হবে। এই সুযোগ থাকবে শুধু ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পাশাপাশি যাঁদের গাড়ির ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করা বাকি রয়েছে, তাঁরাও যদি জানুয়ারির ৩০ তারিখের মধ্যে ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করান, জরিমানা ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপর ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি মাসে ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করাতে গেলে জরিমানার উপর ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পরিবহণ মন্ত্রীর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এই সুযোগ দিচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ও অনুমোদনক্রমে নতুন বছরের উপহার হিসেবে এই সাড়ে ১২ লাখ গাড়িকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। দু’মাসের জন্য (জানুয়ারি ও ফেব্রুয়ারি) মাসের জন্য গাড়ির মালিকরা এই সুযোগ পাবেন।”