Nabanna: চুক্তিভিত্তিক গাড়ির চালকদের জন্য বিরাট খবর, বাড়ছে বেতন
Nabanna: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক গাড়ির চালকরা ৫ বছর কাজ করার পরে তাঁদের বেতন বেড়ে ২০ হাজার টাকা হবে। ১০ বছরে তা বেড়ে হবে ২৫ হাজার টাকা। ১৫ বছর পরে তাঁরা পাবেন ৩১ হাজার টাকা।

কলকাতা: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক গাড়ির চালকদের জন্য সুখবর। তাঁদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। এবার থেকে নিয়োগের সময় তাঁরা ১৬ হাজার টাকা করে বেতন পাবেন। এতদিন চুক্তিভিত্তিক গাড়ির চালকদের বেতন নিয়োগের সময় ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এক লাফে আড়াই হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক গাড়ির চালকরা ৫ বছর কাজ করার পরে তাঁদের বেতন বেড়ে ২০ হাজার টাকা হবে। ১০ বছরে তা বেড়ে হবে ২৫ হাজার টাকা। ১৫ বছর পরে তাঁরা পাবেন ৩১ হাজার টাকা। ২০ বছর অতিক্রান্ত হলে তাঁদের বেতন বেড়ে দাঁড়াবে ৩৮ হাজার টাকা। ৬০ বছর বয়স পর্যন্ত এই বেতনক্রম চালু থাকবে। তবে মাঝে চুক্তি থেকে বেরিয়ে গেলে সেক্ষেত্রে এই বেতনক্রম কার্যকর হবে না।
এই বেতনক্রম চালু হচ্ছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। সোমবার অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন বেতনক্রমের ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরনিগম, পর্ষদের মতো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত গাড়ি চালকদের বেতন বৃদ্ধির বিষয়টি আগে থেকেই বিবেচনাধীন ছিল।
এতদিন চুক্তিভিত্তিক গাড়ির চালকদের বেতন নিয়োগের সময় ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এই বেতন ২ হাজার ৫০০ টাকা বাড়ল। এছাড়াও যে সব চালক গাড়ি চালানোর জন্য কোনও সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত হবেন, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে পাবেন বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।





