CV Ananda Bose: ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানির মামলা করছি’, এএনআইকে বললেন রাজ্যপাল বোস
CV Ananda Bose: দুই বিধায়কের শপথ পাঠকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজভবনের সঙ্গে স্নায়ুযুদ্ধে রাজ্য। গত বৃহস্পতিবার নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।"
কলকাতা: আরও তীব্র রাজ্য-রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি রাজ্যপালের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করছেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান বোস।
সিভি আনন্দ বোসের হুঁশিয়ারি, “সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমার নামে মিথ্যা বলছেন। তিনি আমার চরিত্র হনন করেছেন। এটা মেনে নেব না। আমি মানহানির মামলা করব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে।”
রাজ্যপালের কথায়, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবরকম সম্মান তিনি দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘কনস্টিটিউশনাল কলিগ’। তিনি তা কখনওই ভোলেন না। বোসের কথায়, “আমার চরিত্র নিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলতে পারেন না। আমার সম্মানহানি কোনও ভাবেই মেনে নেব না। মিথ্যা দিয়ে এভাবে চরিত্র হনন করার অধিকার ওনার নেই।”
#WATCH | Delhi: West Bengal Governor CV Ananda Bose says, “Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a chief minister, I gave her all regard and respect, considering her as my esteemed constitutional… pic.twitter.com/QgQJIKCfWt
— ANI (@ANI) June 29, 2024
#WATCH | Delhi: West Bengal Governor CV Ananda Bose says, “I will file a defamation case against the individual, Mamata Banerjee who happens to be the Chief Minister.” pic.twitter.com/GNOPaahMOy
— ANI (@ANI) June 29, 2024
রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে একদিকে যেমন কড়া শব্দ চয়ন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। জানিয়েছেন, আদালতেও যাচ্ছেন। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “উনি বলছেন মানহানির মামলা করবেন। ওনার বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠছে। বাংলার মানুষও তা জানেন। এখন গলা তুললে হবে না। বরং ওনার সততা থাকলে হাফ ভিডিয়ো ফুটেজ না দিয়ে পুরো ভিডিয়ো ফুটেজ দিন।”
প্রসঙ্গত, দুই বিধায়কের শপথ পাঠকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজভবনের সঙ্গে স্নায়ুযুদ্ধে রাজ্য। গত বৃহস্পতিবার নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।” এরপরই শোনা যাচ্ছিল রাজভবন আইনের দ্বারস্থ হতে পারে। এবার রাজ্যপাল নিজেই বললেন সে কথা।