Jagdeep Dhankhar: হাওড়া পুর বিলের বিতর্ক উস্কে এজির সঙ্গে আলোচনা চান রাজ্যপাল
Howrah Municipal Corporation Amendment Bill: ২৪ ডিসেম্বর হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল যা বলেছিলেন, সেই বক্তব্য নিয়েই এবার অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা চাইল রাজভবন।
কলকাতা : হাওড়া পুরনিগমের ভোট স্থগিত রাখা নিয়ে নয়া বিতর্ক। এবার বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা চাইছেন রাজ্যপাল। বর্তমানে তিনি দার্জিলিঙের রাজভবনে রয়েছেন। অ্যাডভোকেট জেনারেলকে যত দ্রুত সম্ভব এই হাওড়া পুরনিগম সংক্রান্ত সংশোধনী বিলের যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। ২৪ ডিসেম্বর হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল যা বলেছিলেন, সেই বক্তব্য নিয়েই এবার অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা চাইল রাজভবন।
বালি পুরনিগম নিয়ে বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল
শনিবার রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে একটি টুইটও করেছেন। লিখেছেন, হাওড়া পুরনিগম সংশোধনী বিল সম্পর্কিত সব তথ্য অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব অ্যাডভোকেট জেনারেল যাতে রাজ্য়পালকে এই বিষয়ে জানান তাও বলা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, রাজ্যপাল বর্তমানে দার্জিলিঙের রাজভবনে রয়েছে।
Re: Howrah Municipal Corporation (Amendment) Bill, 2021.
WB Governor Shri Jagdeep Dhankhar after taking conspectus of the situation and proceedings before Calcutta High Court has sought to confer with Advocate General @MamataOfficial under Article 165(2) of theConstitution. pic.twitter.com/4NJKKxeebO
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 1, 2022
এই বিষয়টি নিয়ে শনিবার বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যপাল ডাকতেই পারেন৷ কী কথা হবে, তা তাঁরাই জানেন। তবে আমরা দেখেছি অ্যাডভোকেট জেনারেল আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন। পরের দিন শুধরে নেন।”
ফেব্রুয়ারিতে বালির ভোট হওয়ার সম্ভাবনা কম
এদিকে বালি পুরসভার সংরক্ষণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ৩১ ডিসেম্বর বালি পুরসভার ডিলিমিটেশন শেষ হয়েছে। সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ ৫ জানুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ২১ জানুয়ারি। বালি হাওড়া থেকে আলাদা হওয়ায় বালি পুরসভার পুনরায় ৩৫ টি ওয়ার্ড হল। জনসংখ্যার নিরিখে তপশিলি জাতি এবং উপজাতির আসন সংরক্ষণ এবং মোট আসন এক-তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণ এর কাজ শুরু হল। পুর আইন অনুযায়ী সংরক্ষন শেষ হওয়ার ৪৯ দিন পর নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে পালি পুরসভার নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা নেই বলেই কমিশন সূত্রের খবর।
অ্যাডভোকেট জেনারেল – রাজ্যপাল দ্বন্দ্ব
সম্প্রতি, আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, যে হাওড়া এবং বালি সংক্রান্ত বিলে রাজ্যপাল সই করেছেন। যদিও রাজ্যপাল জানিয়েছিলেন, তিনি এখনও হাওড়ার কোন বিলে সই করেননি। রাজ্যপাল টুইটে দাবি করেছেন হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন। তাঁর সঙ্গে দেখা করার পর একই কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি জানান, কোনও বিলে সই করেননি রাজ্যপাল।
এতদিন হাওড়া পুরসভার অধীনেই ছিল বালি পুরসভা। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়ার মোট ওয়ার্ড ছিল ৬৬টি। গত ১২ নভেম্বর বালিকে আলাদা করার সিদ্ধান্ত হয়। সেই মতো সদ্য অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনে বিল আনা হয়। ‘মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা’ পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের তরফে বলা হয়। কিন্তু বিল পাশ করানো হলেও রাজ্যপালের সই ছাড়া তা আইন হচ্ছিল না।
এদিকে সংশোধনী বিল পাশ হলে তার পরে আইন করে বালি পুরসভা আলাদা হবে। বালিকে ধরে হাওড়ায় মোট ৬৬টি ওয়ার্ড। বালি আলাদা হলে সেখান থেকে ১৬টি ওয়ার্ড বাদ যাবে। বাকি ৫০টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভা হবে। কিন্তু যখন ভোটের কথা বলা হয়েছিল তখন হাওড়া ৬৬টি ওয়ার্ডের কথা বলা ছিল। এ নিয়েও একটা জটিলতা ছিল।
এই সই নিয়ে বৃহস্পতিবারই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “রাজ্যপাল কেন করছেন না, সেটা ওনাকে জিজ্ঞাসা করুন। এটাতে কী অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। যা যা তথ্য, কাগজ চেয়েছিলেন, সব দিয়েছি। রাজ্যপাল বলছেন অনেক কাগজ জমা পড়েনি। এটা মিথ্যে।”
আরও পড়ুন : Covid Surge: ‘চোর পালালে বুদ্ধি বাড়ে! এ সরকারেরও তেমনই হাল’, করোনা পরিস্থিতি নিয়ে কটাক্ষ সুকান্তের