Mamata Banerjee UPDATE: সিপিএম-কংগ্রেস-বিজেপির সঙ্গে একাই লড়বে তৃণমূল : মমতা

Nabanna: আগামিদিনে আমরা সিপিএম-কংগ্রেস-বিজেপির রাজনৈতিক নাটক খতম করব। চ্যালেঞ্জ আমাদের। অপপ্রচার, কুৎসার নাটক খতম করবই, বললেন মমতা।

Mamata Banerjee UPDATE: সিপিএম-কংগ্রেস-বিজেপির সঙ্গে একাই লড়বে তৃণমূল : মমতা
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 7:44 PM

কলকাতা: নবান্ন থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে। শ্বাসকষ্ট-জ্বরে শিশুমৃত্যু ঘটনাও বেড়েছে গত কয়েকদিনে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও শিশুমৃত্যুই আমাদের কাছে দুঃখজনক। কিন্তু সিজনাল ভাইরাস কিছু হয়। এই সময় ঠান্ডা-গরম মিলিয়ে একটা থাকে। বাচ্চা জন্মায় যখন, ওজন কম হলে, ওদের প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাদের জন্য আমরা ২৫০০ বেড করেছি। এখন বাচ্চাদের অনেক যত্ন করা হয়। এসএনসিইউ প্রায় ২৫০০ আছে। এসএনএসইউ আছে ৪-৫ হাজার। আরও ছোট্ট বাচ্চাদের পিকু, নিকু অনেক আছে। প্যানিক করছেন অনেকে। মানুষ ভয় পাচ্ছেন। এতে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করার সুযোগও পায়। যেটা সত্যি সেটা বলুন। এটা সব রাজ্যেই হচ্ছে।” শিশুদের জ্বর, শ্বাসকষ্ট সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য নবান্নের তরফে চালু হল হেল্পলাইন নম্বর। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, ১৮০০৩১৩৪৪৪২২ নম্বরে ২৪X৭ ফোন করা যাবে। একইসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলনে সাগরদিঘির ফলাফল, অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা-সহ একাধিক বিষয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

  1. যেহেতু মরসুম বদল হচ্ছে, এক ধরনের ভাইরাস কাজ করে। বিশেষ করে কম ওজনের শিশু বা প্রিম্য়াচওর বেবিদের ক্ষেত্রে অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম হয়। তার মধ্য়ে দুর্ভাগ্যবশত কিছু শিশু মারা যায়। আমরা প্রথম থেকেই এটা মনিটর করছি। : মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
  2. অ্যাডিনো ভাইরাস নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ৫ হাজার ২১৩ কেসের মধ্যে ১২ জন শিশু এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (ARI) থেকে মারা গিয়েছে। : মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
  3. আজ কলকাতার সব মেডিক্যাল কলেজের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব।
  4. প্রয়োজনমতো পেডিয়াট্রিসিয়ান ও নার্স বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যসচিব।
  5. সংবাদমাধ্যমে বের হলে একটা আতঙ্ক ছড়াচ্ছে বলে আমাকে অনেক চিকিৎসকই বলেছেন। এরকম আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটা খুব স্বাভাবিক জ্বর। ওজন কম বা প্রিম্যাচিওর বেবিদের কোমর্বিডিটি থাকে। ভাইরাস আক্রমণও বেশি হয়। তবে সরকারি হাসপাতালে মারা গিয়েছে মাত্র ১২ জন। : মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
  6. আমরা সজাগ আছি। শুধু এ রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও হয়। : মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
  7. আমি রোজই মনিটরিং করি। ১২টার মধ্যে দেখছি ২টো অ্যাডিনো ভাইরাস। আর ১০টা কেস হচ্ছে কোমর্বিডিটি। : মমতা
  8. আরেকটা কথা আমি বারবার বলি, ভয় পাবেন না। ৫ হাজার বেড আমাদের তৈরি। ৬০০ শিশু চিকিৎসক তৈরি।, করোনা যেহেতু প্যানিক হয়ে গিয়েছে। করোনার পর যে কোনও একটা ভাইরাস এলেই…। বাড়ির লোকজনকে যত্ন নিতে হবে। বাচ্চারা মাস্ক পরতে পারে না। ওদের উপর একটু বিশেষ নজর দিয়ে বাইরে যাতে না বেরোয়। ঘরে রাখাটাই ভাল। : মমতা
  9. আমি একবার ভেবেছিলাম প্রাথমিক স্কুলগুলি ছুটি দিয়ে দেব কি না। যেভাবে কাগজগুলো লিখছে।  এত নেগেটিভ অ্যাটিটিউড। একটা বাচ্চা মারা গেলে, পরিবার তো কাঁদবেই। এটা তো স্বাভাবিক। আমরা জানি সবক’টা ঘটনাই মর্মান্তিক। ১২টা বাচ্চাকে বাঁচাতে পারলে সব থেকে খুশি হতাম। : মমতা
  10. প্রিম্যাচিওর বেবি। সে যদি মালদহ বা মুর্শিদাবাদ থেকে আসে, ৬-৭ ঘণ্টা আসতে লাগে। বাচ্চা তো ওখানেই মরে যাচ্ছে। এটুকু কেয়ার তো লোকাল হাসপাতালই নিতে পারে। এর জন্য টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে। ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করুন সেই মুহূর্তে। একটা নম্বরও রয়েছে : মমতা
  11. তুরস্ক-সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতেও মনে হয় একটা ছবি দেয়নি এভাবে। এত মানুষ মারা গিয়েছে। বাংলায় কিছু দেখলেই অলওয়েজ নেগেটিভ। বলুন না মায়েদের আরেকটু যত্নবান হতে। মা তো যত্নবানই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলুন না, এক্সপার্টদের ওপিনিয়ন নিন না। সংবাদমাধ্যমকে বললেন মমতা।
  12. সারাদিন খোলা থাকবে হেল্পলাইন নম্বর। যোগাযোগ করুন ১৮০০৩১৩৪৪৪২২, বললেন মুখ্যসচিব।
  13. আন্ডার ওয়েট বাচ্চাদের ট্রিটমেন্ট করে নেওয়া উচিত। যত শিশুমৃত্যু হয়, বেশিরভাগই ওজন কমের জন্য। একবার আমি এটা নিয়ে স্টাডি করেছিলাম। আমি নিজে দেখত গিয়েছিলাম হাসপাতালে। গিয়ে দেখছি এইটুক এটা বাচ্চা। আমি জানতে চাইলাম ওজন, বলল ৫০০ গ্রাম। একটা বাচ্চার শরীরে নানা যন্ত্র লাগানো, বলল ৭০০ গ্রাম ওজন। ২ কেজি যাদের হয়, তারা মোটামুটি। এর নীচে আন্ডারওয়েট। এমনকী দেড় কেজি হলেও অনেক সময় ওষুধ দিয়ে ভাল করা হয়। : মমতা
  14. কিছু সামাজিক সমস্যাও আমাদের আছে। এগুলো আমার পক্ষে এখন আলোচনা সম্ভব নয়। জন্ম নিয়ন্ত্রণ আছে, সেগুলো তো আমার পক্ষে আলোচনা সম্ভব নয়। তবে এখন পপুলেশন নিয়ন্ত্রিত হয়েছে। বাড়িতে ২-৩ ছেলে মেয়ে। বেশি ছেলে মেয়ে নেই। অল্প বয়সে বিয়ে আটকানো গিয়েছে কন্যাশ্রী করে। তারপরও হয়ে যায়। : মমতা
  15. মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি মন থেকে স্বাগত জানাচ্ছি। একমাত্র সুপ্রিম কোর্টই পারে এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে, গণতান্ত্রিক অধিকার ও দেশকে বাঁচাতে। এটা মানুষের নৈতিক জয়। বিচার ব্যবস্থা থেকে নির্বাচন কমিশন, সিবিআই থেকে ইডি কিছু রাজনৈতিক মানুষ চালালে এটা কি সঠিক? : মমতা
  16. গতকালই সঞ্জয়ের বাড়িতে হয়েছে। আমার সরকারি আইনজীবী সঞ্জয়। অনেক সরকারি কাগজ ওর কাছে আছে। মামলার কাগজ। ইডি ওর বাড়িতে গতকাল সকাল থেকে মেঘালয়ের ফল ঘোষণা পর্যন্ত তল্লাশি করেছে। ভাবা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়?  ও আমারও আইনজীবী, আমার সরকারের আইনজীবী। আমি জানতে চাই ‘কেয়া কেয়া মিলা, কেয়া কেয়া লেকে গিয়া?’ বলছে, ‘কুছ নেহি মিলা। খালি আপলোগোকে বারে মে কোয়েশচেন পুছ রহা থা। ওউর হামারে ঘর কো তছনছ করতে গিয়া।’ আমি একজন আইনজীবী, আমি যদি কোনও কেস নিই, সে তার জন্য টাকা নেবে এটা তো গণতান্ত্রিক অধিকার। একটা কেসে ও টাকা ফেরতও দিয়ে দিয়েছে। এটা শুধু মানুষকে হেনস্থা করার জন্য। সর্বক্ষেত্রে বিরক্ত করার জন্য। : মমতা
  17. কেন কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে, পঞ্চায়েত ভোট আসছে বলে? তাহলে পঞ্চায়েত ভোট পর্যন্ত বা লোকসভা ভোট, ওরা অনেককে গ্রেফতার করবে। যাতে ভোট যেভাবেই হোক দখলে নিতে পারে। এটাই ওরা করে। ওদের অভ্যাস। ইলেট্রনিক মেশিন নিয়েও তো আমরা নিশ্চিত নই। : মমতা
  18. আমি মেঘালয়ের মানুষকে ধন্যবাদ জানাব। আমরা মাত্র ৬ মাস আগে শুরু করেছি। ১৫ শতাংশ ভোট পেয়েছি। তবে এখানে একটা বিভ্রান্তিও হয়েছে। কারণ, আমরা তৃণ।মূল কংগ্রেস। অনেকে ভেবেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসে। কারণ আমি আগে কংগ্রেসে ছিলাম। এরকম বিভ্রান্তি হয়েছে। : মমতা
  19. ত্রিপুরাতে ইধারভি হো সকতা হ্যয়, উধারও ভি। ২-৩ সংখ্যাগরিষ্ঠতা কিছুই না। তবে ওরা অন্যান্য বিধায়ক কিনে নেবে, ওদের অভ্যাস আছে। নাগাল্যান্ডে স্থানীয় দলের জয় এসেছে। : মমতা
  20. তবে আমরা সাগরদিঘি উপনির্বাচনে হেরেছি। আমি কাউকে দোষারোপ করব না। কারণ, কিছু সময় গতন্ত্রে যোগ-বিয়োগ হয়ই। তবে ওখানে অনৈতিক জোট হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। যদি বিজেপির ভোট গোনেন, দেখবেন, ২২ শতাংশের কাছাকাছি ভোট। ওদের ভোটটা কংগ্রেসকে দিয়েছে। সিপিএম-কংগ্রেস একসঙ্গে। এবার বিজেপির ভোটটাও গিয়েছে কংগ্রেসে। এটা চুপি চুপি করলে কেন? আমি তো অধীরের প্রশংসা করব, ও বলেই দিয়েছে কংগ্রেস-সিপিএম-বিজেপি সকলে সহযোগিতা করেছে। সত্যি বলার জন্য ধন্যবাদ। এটা তো আমরা সবসময়ই বলি। এটা খুব দুর্ভাগ্যজনক। তবে এটা আমাদের সকলের জন্য শিক্ষাও, যে আমাদের সিপিএম বা কংগ্রেসের কথা শোনা উচিত নয়। কারণ, যারা বিজেপির সঙ্গে, তাদের সঙ্গে আমরা যাব না। :  মমতা
  21. তৃণমূল কংগ্রেস একটা আসন হারিয়েছে, তবে তৃণমূল কংগ্রেস এই তিন একত্রিত শক্তির সঙ্গে লড়াই করার জন্য  যথেষ্ট। একুশে আমরা করেছি। চিন্তার কিছু নেই। : মমতা
  22. রাজ্যপাল প্রসঙ্গে মমতা বলেন, সুপ্রিম কোর্টের একটা রায় গতকাল বেরিয়েছে খুব ভাল। পঞ্জাব, চেন্নাই নিয়ে। একটা রায় মানে তো শুধু একটা রাজ্যের জন্য নয়, সকলের জন্য। বিধানসভায় যেগুলো পাশ হবে, রাজ্যপালের কাছে রাজ্য সরকার যেটা পাঠাবে , সেটা রাজ্যপালকে করতেই হবে। উনি ওনার মতো বলতেই পারেন। তা নিয়ে আমি কিছু বলব না। তবে আমি বলতে পারি, আমার রাজ্যের আইনশৃঙ্খলা সবথেকে ভাল। কলকাতা সবথেকে নিরাপদ শহর, বাংলাও। নেপাল, বাংলাদেশ, ভুটানের সীমান্তবর্তী রাজ্য বাংলা। অসম, উত্তর প্রদেশ থেকে অস্ত্র এলেও আমরা ট্যাকল করি। : মমতা
  23. আগামিদিনে আমরা সিপিএম-কংগ্রেস-বিজেপির রাজনৈতিক নাটক খতম করব। চ্যালেঞ্জ আমাদের। অপপ্রচার, কুৎসার নাটক খতম করবই। বিজেপি তৃণমূল কংগ্রেসকে ছুঁতে পারবে না। : মমতা

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
মহাকুম্ভে তাল কাটল মৌনী অমাবস্যার দিন! কীভাবে ছড়িয়ে পড়ল আতঙ্ক?
মহাকুম্ভে তাল কাটল মৌনী অমাবস্যার দিন! কীভাবে ছড়িয়ে পড়ল আতঙ্ক?
বাজারে পতন অব্যহত, তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে যে সব সংস্থা...
বাজারে পতন অব্যহত, তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে যে সব সংস্থা...
রেপো রেট কমেছে, কত কমবে স্বপ্নের আইফোনের দাম?
রেপো রেট কমেছে, কত কমবে স্বপ্নের আইফোনের দাম?
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...
লাভ বেড়েছে ৬৭ শতাংশ, তারপরই আপার সার্কিট হিট করল এই সংস্থা...