Kunal Ghosh: ‘এজেন্সি যদি মনে করে আমাকে ডাকতে পারে’, চ্যালেঞ্জের সুর কুণালের গলায়

TMC: কুণালের কথায়, "আমি বলে দিচ্ছি টাকাটা কোথায় আছে, সেই টাকা উদ্ধার হবে না কেন? সুদীপ্ত সেন বলছেন চিঠিতে সবটা। ৫০ লক্ষ টাকা উদ্ধার করুন। যারা নিয়েছে গ্রেফতার করুন।

Kunal Ghosh: 'এজেন্সি যদি মনে করে আমাকে ডাকতে পারে', চ্যালেঞ্জের সুর কুণালের গলায়
কুণাল ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 5:59 PM

কলকাতা: শনিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ ও তাঁর চিঠি সংক্রান্ত বিষয়েই অভিষেককে সিবিআইয়ের তলব বলে জানা গিয়েছে। আর এখানেই ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, বিচারাধীন বন্দি কুন্তল ঘোষের চিঠি কিংবা বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠির পরও কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এজেন্সি ডেকে পাঠাচ্ছে না?

কুণাল ঘোষ বলেন, “জনৈক কুন্তল ঘোষ কী বলেছিলেন না বলেছিলেন তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে একটা হইহই রব উঠে গেল। আদালত নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমরা শ্রদ্ধা করি কোর্টকে। কিন্তু কুন্তলের চিঠিতে অভিষেকের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। কথার জাগলারিতে কেউ কেউ বললেন নামের উল্লেখ রয়েছে। তাই তাঁকে ডাকতে হবে। তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না? কুন্তলের চিঠি দিয়ে যদি অভিষেককে ডাকা হয়, তাহলে সুদীপ্ত সেনের অভিযোগে শুভেন্দুকেও গ্রেফতার করতে হবে।”

একইসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, ইডি বাড়ি বাড়ি ঘুরছে টাকার খোঁজে। অথচ যেখানে টাকা রয়েছে তারা সেখানে যাচ্ছে না। কুণালের কথায়, “আমি বলে দিচ্ছি টাকাটা কোথায় আছে, সেই টাকা উদ্ধার হবে না কেন? সুদীপ্ত সেন বলছেন চিঠিতে সবটা। ৫০ লক্ষ টাকা উদ্ধার করুন। যারা নিয়েছে গ্রেফতার করুন। এজেন্সি যদি মনে করে আমাকে ডাকতে পারে। আমি সমস্ত নথি তথ্য প্রমাণ , যেগুলো আমি কোর্ট থেকে নিয়েছি, ওনাদের কাছেও আছে। আমাকে ডাকলে যা যা বক্তব্য বলব। এজেন্সির কোথাও কোনও দ্বিধা দ্বন্দ্ব থাকলে আমাকে বলতে পারেন।” একইসঙ্গে কুণালের বক্তব্য, কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে তিনি পূর্ব মেদিনীপুরের এসপিকে ডেপুটেশন দেবেন। তিনি বলেন, “যদি সারদায় সিবিআই না ঢোকাতে চায়, তাহলে নিশ্চিতভাবে এটা পুরসভার দুর্নীতি হিসাবে পূর্ব মেদিনীপুরে কেস রেজিস্টার করা হোক।”