Covid 19: বাংলায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেটও
Corona Bulletin: মৃত্যু হয়েছে ৫ জনের। পজিটিভিটি রেট ৫.৭ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণ সব থেকে বেশি, ১২১ জন।
কলকাতা: এক ধাক্কায় এ রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণ। রবিবারের তুলনায় কার্যত অর্ধেক সোমবারের করোনা আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। পজিটিভিটি রেট ৫.৭ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণ সব থেকে বেশি, ১২১ জন। এরপরই উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৬২। তিন নম্বরে রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪। গত শনিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৮। রবিবার তা কমে হয় ৬৩৯। সোমবার তা কমল আরও অনেকটাই।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে…
কলকাতা – সোমবার আক্রান্ত হয়েছেন ১২১ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১৩৬ জন।
উত্তর ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ৬২ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১২৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ২৪ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৩২ জন।
হাওড়া – সোমবার আক্রান্ত হয়েছেন ১৭ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ২৮ জন।
নদিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ৫ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৫ জন।
পশ্চিম বর্ধমান – সোমবার আক্রান্ত হয়েছেন ১২ জন । রবিবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
পশ্চিম মেদিনীপুর- সোমবার আক্রান্ত হয়েছেন ১০ জন । রবিবার আক্রান্ত হয়েছেন ৩০ জন।
দার্জিলিং- সোমবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১৫ জন।
বীরভূম- সোমবার আক্রান্ত হয়েছেন ৩৪ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
পূর্ব বর্ধমান- সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
পূর্ব মেদিনীপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৫ জন।
জলপাইগুড়ি – সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১৪ জন।
মুর্শিদাবাদ- সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ২ জন।
মালদহ – সোমবার আক্রান্ত হয়েছেন ৪ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১৭ জন।
উত্তর দিনাজপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ০ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৫ জন।
আলিপুরদুয়ার – সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৯ জন।
বাঁকুড়া – সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ৪ জন।
দক্ষিণ দিনাজপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ১২ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ২২ জন।
পুরুলিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ১০ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১৪ জন।
ঝাড়গ্রাম – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ২ জন।
কোচবিহার – সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১০ জন।
কালিম্পং – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ১ জন।
হুগলি – সোমবার আক্রান্ত হয়েছেন ২৪ জন। রবিবার আক্রান্ত হয়েছেন ২৯ জন।