SLST Protest: SLST চাকরি প্রার্থীদের মঞ্চে ইংল্যান্ডের শিক্ষক, এমন দৃশ্যে তাজ্জব তিনি
SLST: এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন ২ বছরে পা দেবে। রবিবার ৭০০ দিনে পা দেয় এই আন্দোলন।
এক আন্দোলনকারীর কথায়, “৭০০ দিন ধরে বসে আছি। নানাভাবে প্রতিবাদ করেছি। এবার কার্যত অর্ধনগ্ন হয়ে রাস্তায় বসেছি। আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া উলঙ্গ হয়ে গিয়েছে। আরও একটা বার্তা দিতে চাই, হকের চাকরি পেতে আজ রাস্তায় বসেছি এভাবে। এতটা যখন পেরেছি, যদি চাকরিটা না পাই এরপর আরও কঠিন পদক্ষেপ আমরা করতে পারি।”
আন্দোলনকারীরা জানান, সরকার তো হস্তক্ষেপ করছে। কথাও হয়েছে বহুবার। দায়িত্বশীল নিয়োগকর্তারাও হস্তক্ষেপ করছেন। তারপরও কেন নিয়োগ হচ্ছে না তাতেই হতবাক। নবম থেকে দ্বাদশ পর্যন্ত এসএলএসটির চাকরি প্রার্থীদের মূলত এই অবস্থান। অবস্থানকারীদের কথায়, “এটা শিক্ষা ব্যবস্থার কাছে কলঙ্কের। হবু শিক্ষকদের এই ছবিও দেখুক রাজ্য। আমরা আর কী বলব! আদালতের টালবাহানা, বিচারব্যবস্থা নিয়ে যা চলছে, সেটা আলাদা ব্যাপার। তার বলি আমরা কেন হব? যোগ্যদের দ্রুত নিয়োগ করতেই হবে।”