Bengal, Kolkata Weather Live: আবার নিম্নচাপের চোখ রাঙানি, আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Rains IMD Monsoon Live Updates: আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে।
মঙ্গলবার সকাল থেকেই অংশত মেঘলা আকাশ। তবে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ সংলগ্ন উপকূলে। আগামী ২৪ ঘণ্টায় এই এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাটের কচ্ছ সংলগ্ন এলাকায় ও মধ্য প্রদেশের বিদর্ভ ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায়।
LIVE NEWS & UPDATES
-
তুমুল বৃষ্টি কলকাতায়
বেলা সাড়ে ১২টা থেকে বিক্ষিপ্তভাবে কলকাতার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়। টানা ১০-১২ মিনিট এই বৃষ্টি চলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
-
দক্ষিণবঙ্গেও বৃষ্টি
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি জারি থাকবে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গেও। তবে ২৯ জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।
-
-
কলকাতায় ২৮.১ ডিগ্রি
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ।
-
২৭ জুলাই বাড়বে বৃষ্টি
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণের কোনও সম্ভাবনা নেই। তবে ২৭ জুলাই থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই-তিন জেলায়। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু’ এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
আর্দ্রতার অস্বস্তি দক্ষিণবঙ্গে
এখনই এ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। আবহাওয়ায় খুব একটা পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
Published On - Jul 25,2023 8:36 AM