Bengal, Kolkata Weather: দুপুরেই তুমুল বৃষ্টি শহরে, সারাদিনই মেঘলা থাকবে আকাশ

| Edited By: | Updated on: Jul 28, 2023 | 7:19 PM

West Bengal, Kolkata Rains IMD Monsoon Live Updates: বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে।

Bengal, Kolkata Weather: দুপুরেই তুমুল বৃষ্টি শহরে, সারাদিনই মেঘলা থাকবে আকাশ
কেমন থাকবে আবহাওয়া?Image Credit source: Tv9 Bangla

গত কয়েকদিন ধরে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ঝলমলে আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। শুক্রবার আবহাওয়ার ছবিটা অনেকটা এরকমই থাকবে বলে জানা গিয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে বেশ কিছু জায়গায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Jul 2023 02:06 PM (IST)

    দুপুরেই অঝোরে বৃষ্টি কলকাতায়

    বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আর দুপুর হতেই অঝোরে নামল বৃষ্টি। শনিবারের পর বৃষ্টি আরও বাড়বে কলকাতায়।

  • 28 Jul 2023 12:56 PM (IST)

    দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হলেও থাকবে অস্বস্তি

    দক্ষিণবঙ্গে আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণের বাসিন্দাদের। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 28 Jul 2023 10:01 AM (IST)

    মৌসুমী অক্ষরেখার অবস্থান

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ দক্ষিণ বঙ্গের কাছাকাছি সরে যাবে। বিকানির, কোটা, গুনা, জব্বলপুর পেরিয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই অক্ষরেখা।

Published On - Jul 28,2023 9:59 AM

Follow Us: