Bengal, Kolkata Weather Toady: মহলয়ার দিন ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

Bengal, Kolkata Weather Toady: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বিহার-ঝাড়খন্ড-ছত্তিশগঢ় থেকে বর্ষা বিদায় নেবে। আগামী দু'দিনের মধ্যেও পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।

Bengal, Kolkata Weather Toady: মহলয়ার দিন ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া
কবে পড়বে শীতImage Credit source: Telegraph
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 12:48 PM

কলকাতা: নাহ আর কালো মেঘের ঘনঘটা আপাতত দেখা যাবে না দক্ষিণবঙ্গের আকাশে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেই আশা নেই। তবে পুজোর আগেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বিহার-ঝাড়খণ্ড-ছত্তিশগঢ় থেকে বর্ষা বিদায় নেবে। দু’দিনের মধ্যেও পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে।

অপরদিকে, দক্ষিণবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে। উইকেন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস থাকবে। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম হবে। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণা বাতাসের জায়গায় পুবের বাতাস ও উত্তরে বাতাস প্রভাব বিস্তার করবে।

কলকাতায়ও মেঘমুক্ত পরিষ্কার আকাশ বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী দুদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।