Panchayat Election 2023 LIVE: রানিনগরে ভাঙচুর, বাঁকুড়াতেও বিধায়কের গাড়িতে পড়ল ইট, মনোনয়নের প্রথম দিনেই ভূরি ভূরি অভিযোগ

| Edited By: | Updated on: Jul 06, 2023 | 12:39 PM

West Bengal Panchayat Election 2023 Live updates: একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় 'নব জোয়ার' কর্মসূচি সারছেন,তখন ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে আবার সিপিএম।

Panchayat Election 2023 LIVE: রানিনগরে ভাঙচুর, বাঁকুড়াতেও বিধায়কের গাড়িতে পড়ল ইট, মনোনয়নের প্রথম দিনেই ভূরি ভূরি অভিযোগ
ফর্ম তোলার লাইন (নিজস্ব চিত্র)

বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। জুলাই মাসের ৮ তারিখ হবে ভোট। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। আর মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ হল ২০ জুন। একদফাতেই ভোটগ্রহণ হবে বলে জানানো হয়েছে। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল। এ দিকে, ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই কমোর বেঁধে ময়দানে প্রতিটি রাজনৈতিক দল। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় ‘নব জোয়ার’ কর্মসূচি সারছেন, তখন ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে আবার সিপিএম। বিজেপি আবার তাবড়-তাবড় নেতাকে বাংলায় এনে প্রচারের পরিকল্পনা করেছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Jun 2023 09:45 PM (IST)

    পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ

    পঞ্চায়েত ভোটের টিকিট ১ লক্ষ টাকা আর পঞ্চায়েত সমিতির টিকিট ২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধর্নায় বসেছেন বাঁকুড়া তৃণমূলের জেলা সহ সভাপতি।

  • 09 Jun 2023 07:15 PM (IST)

    বিধায়কের গাড়িতে ‘ইট’

    মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা কোতুলপুরে। এলাকার বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ। দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।

    বিস্তারিত পড়ুন : বিধায়কের গাড়িতে ‘ইট’, মনোনয়ন শুরু হতেই অশান্তি

    Bankura Bengal BJP: বিধায়কের গাড়িতে 'ইট', মনোনয়ন শুরু হতেই অশান্তি

  • 09 Jun 2023 06:26 PM (IST)

    রানিনগরে ভাঙচুর

    রীতিমতো ভাঙচুর হল মুর্শিদাবাদের রানিনগরে। ফেলে দেওয়া হল চেয়ার, বাইকেও চলল ভাঙচুর। কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

    বিস্তারিত পড়ুন: ছোড়া হল ইট, ফেলে দেওয়া হল বাইক, মনোনয়নের প্রথম দিনেই ভাঙচুর রানিনগরে

    Panchayat Election 2023: ছোড়া হল ইট, ফেলে দেওয়া হল বাইক, মনোনয়নের প্রথম দিনেই ভাঙচুর রানিনগরে

  • 09 Jun 2023 06:10 PM (IST)

    ফলো অনের ঝুঁকি এড়াল ভারত

    ফলো অন এড়াতে ১১৯ রানের প্রয়োজন ছিল। রাহানে-শার্দূলের ১০৯ রানে পার্টনারশিপে দলীয় স্কোর ২৭০ পার হতেই সেই ঝুঁকি এড়াল ভারত।

  • 09 Jun 2023 04:41 PM (IST)

    পঞ্চায়েত-মামলায় বিশেষ পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির

    পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার বিরোধীদের করা মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।

    বিস্তারিত পড়ুন: ‘মনোনয়নের সময় অপর্যাপ্ত, পুনর্বিবেচনা করুক কমিশন’, পঞ্চায়েত-মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির

    Calcutta High Court: 'মনোনয়নের সময় অপর্যাপ্ত, পুনর্বিবেচনা করুক কমিশন', পঞ্চায়েত-মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির

  • 09 Jun 2023 03:57 PM (IST)

    মনোনয়ন জমা দিয়ে গিয়ে খালি হাতে ফিরতে হল

    নমিনেশন জমা দিতে পারলেন না বিজেপির প্রার্থীরা। নমিনেশন করতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে, এমনই অভিযোগ বিজেপির। বিষ্ণুপুর এক নম্বর ব্লকে নমিনেশন জমা দিতে এসে ফিরে যান বিজেপি প্রার্থী। অভিযোগ, কোনও ব্যবস্থাই করেনি প্রশাসন, ডিসিআর এসে পৌঁছয়নি, সেই কারণে তাদেরকে ফিরতে হচ্ছে।

  • 09 Jun 2023 12:27 PM (IST)

    মনোনয়ন জমাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের বচসা

    মনোনয়ন জমাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের বচসা। নন্দীগ্রাম থানা থেকে ব্লক অফিস যাওয়ার রাস্তা অত্যন্ত সরু। সেই কারণে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ। কারণ মনোনয়ন জমা দিতে এসেছিলেন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী। এবার বাধা পেতেই শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের বচসা।

  • 09 Jun 2023 12:19 PM (IST)

    মিছিল করে মনোনয়ন জমা বিজেপি কর্মীদের

    বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মীর সমর্থক মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। কয়েক মাস আগে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ সদস্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেখানেও একাধিক সংখ্যালঘু মুখ ছিল। বিজেপি মনোনয়নকে ঘিরে নন্দীগ্রামকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

  • 09 Jun 2023 12:06 PM (IST)

    দেওয়াল লিখন থেকে ভোট প্রচার, দেখুন যাবতীয় ভিডিয়ো

  • 09 Jun 2023 10:24 AM (IST)

    বিজেপি ও তৃণমূলের দেওয়াল লিখন বাঁকুড়ায়

    বাঁকুড়ার বিকনা হেভির মোড় এলাকায় গতকাল রাতেই দেওয়াল লিখন শুরু করে তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই দলীয় প্রতীক এঁকে লেখা হয় দেওয়ালে। অন্যদিকে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় বিজেপিকেও দলীয় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখতে দেখা যায় বিজেপি কর্মীদের। বিজেপির এই দেওয়াল লিখন কর্মসূচীতে নেতৃত্ব দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা।

  • 09 Jun 2023 10:23 AM (IST)

    বিডিওদের নিয়ে জেলাশাসকের বৈঠক

    পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করলো উত্তর ২৪ পরগনার বিডিও অফিসগুলো। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক তড়িঘড়ি বৈঠক ডাকেন জেলার বিভিন্ন এসডিও বিডিও-দের নিয়ে। দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলে।

    বৃহস্পতিবার ঘোষণা হয়ে যাওয়ার পর শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। যাতে মনোনয়নপত্র জমা দিতে আসলে কেউ ফিরে না যান সেজন্য তড়িঘড়ি এই বৈঠক। জেলার অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট ইন্দ্রনীল ভট্টাচার্য জানিয়েছেন শুক্রবার সকাল ১১ টা তে যদি কেউ মনোনয়ন পত্র জমা দিতে আসে তার জন্য তৈরি থাকবে প্রত্যেকটা স্তর।

  • 09 Jun 2023 10:21 AM (IST)

    মনোনয়নের ফর্ম তুলতে গরমকে উপেক্ষা করেই লম্বা লাইনে প্রার্থীরা

    সকাল থেকেই বাঁকুড়া জেলা জুড়ে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া। গতকালই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। আর তারপর গতকাল সন্ধ্যে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় দেওয়াল লিখন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে দেওয়াল লিখন শুরু হয়। তবে শুধুমাত্র প্রচারই নয় তার পাশাপাশি মনোনয়ন প্রক্রিয়াও শুরু হয়েছে। সকাল থেকে প্রার্থীরা ভিড় জমিয়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। সেখানে চলছে মনোনয়ন ফর্ম তোলা ও জমা দেওয়ার কাজ। প্রবল গরমকে উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রার্থীরা মনোনয়ন ফর্ম তুলছেন। মনোনয়নকে ঘিরে যে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশও।

  • 09 Jun 2023 10:19 AM (IST)

    দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখন অসিতের

    শুক্রবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন শুরু করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হলুদপুল, কাজিডাঙা দেবানন্দপুর এলাকায় একাধিক দেওয়াল লিখন শুরু করেন বিধায়ক। যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তাই শুধুমাত্র দলীয় প্রতীক এঁকেই চলছে দেওয়াল লিখন।।

  • 09 Jun 2023 10:15 AM (IST)

    কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে আদালতের দ্বারস্থ কংগ্রেস

    শুরু হয়ে গিয়েছে বঙ্গযুদ্ধ। বৃহস্পতিবার দিন ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023)। কিন্তু ভোটের জল গড়াচ্ছে আদালতে। কলকাতা হাইকোর্টে যাচ্ছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানাবেন তিনি। তবে শুধু কংগ্রেস নয়, আদালতে যেতে চলেছে কংগ্রেস, বিজেপি ও সিপিএম।

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা

Published On - Jun 09,2023 10:09 AM

Follow Us: