জরুরি ভিত্তিতে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্যের

নতুন করে রাজ্যের ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপ লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

জরুরি ভিত্তিতে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্যের
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 8:12 PM

কলকাতা: রাজ্যে করোনা পরিস্থিতির জেরে অক্সিজেনের সঙ্কটে ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। একের পর এক হাসপাতাল ও নার্সিংহোম থেকে অক্সিজেনের অভাবের দাবি তোলা হচ্ছে। এই অবস্থায় প্রাণদায়ী অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। এ দিন নবান্ন সূত্রে জানানো হয়, রাজ্যে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন করে রাজ্যের ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপ লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

কোভিড রোগীদের চিকিৎসার জন্য বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে অক্সিজেন। সেই কথা মাথায় রেখে বিগত কয়েক মাসে রাজ্যের পক্ষ থেকে ১০৫ টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে এ দিন জানানো হয় নবান্নর পক্ষ থেকে। এর ফলে ১২,৫০০ রোগী অক্সিজেনের পরিষেবা পাচ্ছেন। আরও ৪১ টি হাসপাতালে আগামী ১৫ মে-র মধ্যে অক্সিজেন পাইপলাইন বসানো হবে বলে আজ রাজ্যের পক্ষ থেকে জানানো হয়। এতে আরও ৩০০০ রোগীর শয্যায় অক্সিজেন পৌঁছে যাবে।

আরও পড়ুন: করোনা কড়চা: আজীবন প্রতিরোধ গড়ে তুলতে তৃতীয় ডোজ়ের ট্রায়াল শুরু কোভ্যাক্সিনের

এছাড়াও রাজ্য সরকার সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন করেছে তারা যেন পিএসএ প্ল্যান্ট বসায়। এতে লিকুইড মেডিক্যাল অক্সিজেন সরবরাহ বাড়াতে সুবিধা হবে।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মায়ের কাছ থেকে কি গর্ভের সন্তানে ছড়াতে পারে করোনাভাইরাস?