Weather Update: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল বৃষ্টি, জেলা ধরে ধরে সতর্ক করল হাওয়া অফিস…

Weather: এই বৃষ্টির জেরে শহরের নীচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনাও থাকছে। একইসঙ্গে শহরের যানচলাচলের গতিতেও টান পড়বে।

Weather Update: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল বৃষ্টি, জেলা ধরে ধরে সতর্ক করল হাওয়া অফিস...
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 9:08 AM

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাপট বেড়েছে তার। তুমুল বৃষ্টি শহর ও শহরতলীর একাধিক জায়গায়। আকাশে কালো মেঘ, সকাল ৮টাতেও চারদিন অন্ধকার, সঙ্গে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত।

এই বৃষ্টির জেরে শহরের নীচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনাও থাকছে। একইসঙ্গে শহরের যানচলাচলের গতিতেও টান পড়বে। যানজটে ভুগতে হতে পারে অফিসযাত্রীদের। কলকাতা ও শহরতলীর নীচু এলাকায় জল জমেও বিড়ম্বনা বাড়তে পারে। সবেমাত্র নিম্নচাপের কাঁটা চলেছে পশ্চিমবঙ্গের উপর থেকে। তবে বৃষ্টি যে পিছু ছাড়েনি তার আভাস দিয়েছে হাওয়া অফিস।

বজ্রগর্ভ মেঘ সকাল থেকেই আকাশে। যার জেরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কলকাতা ও লাগোয়া জেলায়। আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতরের। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। নিচু জায়গায় জল জমতে পারে বলে সতর্কতা আবহাওয়া দফতরের। গভীর নিম্নচাপ রাজস্থানে সরে গেলেও মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে বিস্তৃত। তার প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষরেখা যেহেতু এখনও বাংলার উপর দিয়েই যাচ্ছে, সে কারণে আগামী দু’ তিনদিন বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবেই। মঙ্গলবারের পর বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ২৭ অগস্ট থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এবার বর্ষার শুরু থেকে বৃষ্টির ঘাটতি রয়েছে। হতে পারে ভাদ্রের শুরুতে সেই ঘাটতি মিটবে।