Dilip Ghosh on RSS: ‘বিজেপির কাজের ঢং আলাদা, আরএসএসের আলাদা’, দিলীপের মন্তব্যের পর কী বলছেন RSS নেতারা?

Dilip Ghosh on RSS: এদিকে বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ভোটে জিততে কতটা প্রস্তুত বিজেপি? বাংলায় আরএসএস ভিত্তিক সংগঠন কোথায়? কী বলছেন দিলীপ ঘোষ?

Dilip Ghosh on RSS: ‘বিজেপির কাজের ঢং আলাদা, আরএসএসের আলাদা’, দিলীপের মন্তব্যের পর কী বলছেন RSS নেতারা?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 5:44 PM

কলকাতা: “বিজেপির (BJP) কাজের ঢং আলাদা। আরএসএসের (RSS) আলাদা।” টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে এ কথা বলতে শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। এদিকে অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী, নিতিন গডকরী থেকে দিলীপ ঘোষ, বিরোধীদের দাবি সকলেই তো আরএসএস পরিবার থেকে পদ্ম সেতু ধরে রাজনীতির কারবারি হয়েছেন। এমনকী পদ্ম শিবিরে একটা বড় অংশ নেতারা বারবারই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ থেকেই এসেছেন। তাহলে আরএসএস ঘনিষ্ঠ দিলীপ কেন এমন কথা বললেন?

এদিকে বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ভোটে জিততে কতটা প্রস্তুত বিজেপি? বাংলায় আরএসএস ভিত্তিক সংগঠন কোথায়? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ কার্যত ঘুরিয়ে উত্তর দিয়ে বলেন, “বাংলায় সংগঠন না থাকলে গতবারে পঞ্চায়েত জিতলাম রী করে। ৪০ শতাংশ ভোট লোকসভা কী ভাবে পেলাম। বিজেপির কাজের ঢং আলাদা। আরএসএসের আলাদা। আএরএসএস সমাজ গঠন করছে, মানুুষ নির্মাণ করছে। রাজনীতির বাইরে সমাজের মধ্যে নিশ্চিন্তে নিভৃতে কাজ  করেন। তাঁদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।” 

এদিকে এ প্রসঙ্গে খানিকটা দিলীপের সুরে কথা বলতে দেখা যায় আরএসএসের দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়কে। তবে রাজনীতি প্রসঙ্গে উঠতেই অকপটেই তিনি বলেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুরু থেকেই স্বয়ংসেবকদের সংস্কার করে সমাজ উপযোগী ব্যক্তি নির্মাণ করে। অন্য কোনও বিষয় নিয়ে ভাববে না। সমাজের মধ্যে থেকে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। বিজেপি কখনও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক শাখা নয়। সংঘের কোনও পলিটিক্যাল অর্গানাইজেশন নেই। সংঘ কখনওই রাজনীতি করবে না এটা ঠিক করেছে। তাই বিজেপি রাজনৈতিক শাখা নয়।” এদিকে বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় বিজেপি অনেক ‘কার্যকর্তাই’ সংঘ থেকে প্রশিক্ষন নিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। বিজেপিতে সংঘের লোকজন এত বেশি কেন? এ প্রশ্নের উত্তরে বিপ্লব বাবুর সোজা-সাপটা উত্তর, “ধরা যাক, একজন ব্যক্তি সংঘের প্রশিক্ষণ নিয়েছেন। স্বয়ংসেবক হয়েছেন। সংঘের কাজ করছেন। কখনও যদি ব্যক্তি হিসেবে তাঁর মনে হয় তিনি রাজনীতি করতে চান, তখন যদি তিনি কংগ্রেসে যান তাহলে কংগ্রেস বলবে আপনি আরএসএস করেছেন আপনাকে নেব না।  আরএসএস ছেড়ে আসুন তারপর ভাবা যাবে। বামপন্থীরা বলবে আপনারা তো হিন্দুত্ববাদী। আমাদের আদর্শের সঙ্গে মিলবে না। আপনাকে নেব না। তখন ওই ব্যক্তি বিজেপিতে যাওয়ার ইচ্ছা জানালে বিজেপি সাদরে আমন্ত্রণ জানায়। বিজেপি গ্রহণ করে, কারণ তাঁরা এখানে ভাল মানুষ, সমাজের উপযুক্ত সকলকে মানিয়ে চলার মত যোগ্য  মানুষ এবং শিক্ষিত, বুদ্ধিমান মানুষ পাওয়া যাচ্ছে। তাই বিজেপির সংগঠনে সংঘের কর্মীরা যোগ্যতা ও সাফল্যের সঙ্গে কাজ করে।”