Regent Park Murder: মিলছিল না টাকার হিসেব, রিজেন্ট পার্কে পিটিয়ে খুনের অভিযোগ বীরভূমের যুবককে

Regent Park Crime news: পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Regent Park Murder: মিলছিল না টাকার হিসেব, রিজেন্ট পার্কে পিটিয়ে খুনের অভিযোগ বীরভূমের যুবককে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 4:24 PM

কলকাতা: রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। পুলিশ সূত্রে খবর, অফিসের কিছু সহকর্মীর সঙ্গে গত সন্ধেয় বচসা বেধেছিল ওই যুবকের। সেই সময় তাঁকে মারধরও করা হয়েছিল বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে (MR Bangur Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম অমিত রঞ্জন চট্টোপাধ্যায়। বয়স বছর পঁয়ত্রিশের আশপাশে। মৃত ওই যুবকের বাড়ি বীরভূমে জেলায়। কলকাতায় এক বেসরকারি ফিনান্স সংস্থায় কর্মরত ছিলেন তিনি।

শনিবার হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করলে পরিবারের তরফে রিজেন্ট পার্ক থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই মৃত ওই যুবকের তিন সহকর্মীকে আটক করেছে পুলিশ। ধৃত ওই তিনজনের নাম সুমন মণ্ডল, দেবাশিস অধিকারী ও সোমনাথ চক্রবর্তী। তিনজনই মৃত অমিতের সহকর্মী ছিল। সুমনের বাড়ি বীরভূমের কীর্ণাহারে, দেবাশিস বজবজের বাসিন্দা এবং সোমনাথ রিজেন্ট প্লেসের বাসিন্দা।

ইতিমধ্যেই ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের গলায় ধারাল অস্ত্রের দাগ পাওয়া গিয়েছে। এর পাশাপাশি তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। কী কারণে এই বচসা? প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, সুমন মণ্ডল নামে ওই যুবকের ব্যাগ থেকে ৪৫০ টাকা খোয়া গিয়েছিল। সেই থেকেই বচসার সূত্রপাত বলে পুলিশ সূত্রে খবর। এদিকে শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। আদৌ আর্থিক বচসা সংক্রান্ত কোনও বিষয়, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই সব দিক তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।