CM Mamata Banerjee: ‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি’, রাজভবন থেকে বেরিয়ে বললেন মমতা

CM Mamata Banerjee: প্রসঙ্গত, সাম্প্রতিককালে উপাচার্য নিয়োগ নিয়ে বারবারই শিক্ষা দফতরের সঙ্গে সংঘাত বেড়েছে রাজভবনের। এদিন এ প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মমতা।

CM Mamata Banerjee: ‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি’, রাজভবন থেকে বেরিয়ে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 5:45 PM

কলকাতা: উপাচার্য নিয়োগ হোক বা পঞ্চায়েত ভোট, একাধিক ইস্যুতে সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘাতের খবর। সংঘাতের আবহেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। যদিও মঙ্গলের বিকালে বৈঠক শেষে বেশ হাসিমুখে বের হতে দেখা গেল মমতাকে। সংবাদিকদের উদ্দেশে বললেন, “চা খেয়েছি। বিস্কুট খাইনি। দুধ চা খেয়েছি।” এদিকে সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। কিন্তু, মমতার দাবি, পাশ করারোন মতো বিল হাতে প্রায় নেই। তা এ বিষয়ে কথা বলতেই এদিন তিনি রাজভবনে এসেছিলেন। 

রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “অধিবেশন শুরু হয়েছে। কিন্তু, বিল প্রায় হাতে নেই। কিন্তু, তবু বছরে কতগুলি দিন তো অধিবেশন করতেই হয়। কিন্তু, বিল খুঁজে পাচ্ছি না। সব পাশ হয়ে গিয়েছে আগেই। সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম দুটো বিল হতে পারে। সেটাও ফাইন্যান্স বিল। সেটা করে দিলে আমরা বিধানসভায় এটা আলোচনা করতে পারি। প্রধানত এ জন্যই আজ এসেছিলাম। আর অন্য কোনও ব্যাপার নয়।”

তবে কী কী বিল সে বিষয়ে এদিন বিশদে বলতে চাননি মমতা। বলেন, “যতক্ষণ বিলটা রাজ্যপাল পাশ না করছেন ততক্ষণ আমরা এ বিষয়ে কিছু বলি না। এটাই নিয়ম।” অন্যদিকে আচার্য বিল নিয়েও কোনও কথা হয়নি বলেও জানান মমতা। স্পষ্ট বলেন, “ওটা তো পড়ে আছে। যখন হবে তখন হবে। ওটা নিয়ে আমি আজকে আলোচনা করিনি।” 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে উপাচার্য নিয়োগ নিয়ে বারবারই শিক্ষা দফতরের সঙ্গে সংঘাত বেড়েছে রাজভবনের। আসরে নেমেছেন ওমপ্রকাশ মিশ্র, গৌতম পালের মতো শিক্ষাবিদেরা। সুর চড়িয়েছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও মমতার কথায়, “আমি আজ এসব নিয়ে কোনও আলোচনা করিনি। যখন করব তখন বলব।”