East-West Metro : রোজই তৈরি হচ্ছে নয়া রেকর্ড, কেন আচমকা এত ভিড় বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়?

East-West Metro : শিয়ালদা স্টেশনে (Sealdah Station) লোকাল ট্রেন (Local Train) থেকে নেমেই ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে কয়েক মিনিটেই সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যাওয়া যাচ্ছে। সে কারণেই সবথেকে বেশি ভিড় দেখা যাচ্ছে শিয়ালদাতে।

East-West Metro : রোজই তৈরি হচ্ছে নয়া রেকর্ড, কেন আচমকা এত ভিড় বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়?
কলকাতা মেট্রো (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 8:43 PM

কলকাতা : বারাসত থেকে ব্যারাকপুর, হাবড়া থেকে সোনারপুর, বারুইপুর থেকে বজবজ, সমস্ত জায়গাকেই করুণাময়ীর খুব কাছাকাছি এনে দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)। আর ফেব্রুয়ারির শুরুর করুণময়ী মানেই বইমেলার (Kolkata Bookfair 2023) আমেজ। এদিকে এ বছর বইমেলায় আগতদের যাত্রা আরও সুগম করে দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তৈরি হচ্ছে নিত্যনতুন রেকর্ড। পরিসংখ্যান বলছে, গত শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পঞ্চাশ হাজার যাত্রীর গণ্ডি পার করেছে। এবার মঙ্গলবার তৈরি হল নয়া রেকর্ড। মেট্রো সূত্রের খবর, শনিবারের পর মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় পা পড়েছে ৫৫ হাজার যাত্রীর। 

শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেন থেকে নেমেই ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে কয়েক মিনিটেই সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যাওয়া যাচ্ছে। সে কারণেই সবথেকে বেশি ভিড় দেখা যাচ্ছে  শিয়ালদাতে। মেট্রো সূত্রে খবর, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মঙ্গলবার মেট্রো ধরেছেন ২০ হাজার ৮৫২ জন। করুণাময়ীতে এই সংখ্যা ছিল ১০ হাজার ৯৬৭। সেক্টর ফাইভে যাত্রী সংখ্যা ছিল ৯ হাজার ৯১০। প্রসঙ্গত, প্রতি বছরই কলকাতা বইমেলা নিয়ে বইপ্রেমীদের মধ্যে তুঙ্গে থাকে উন্মাদনা। শহর থেকে জেলা, বইয়ের টানে ছুটে আসেন অগুনতি মানুষ। বইপ্রেমীদের কথা মাথায় রেখে ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইনে অতিরিক্ত রেকের ব্যবস্থা করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে। 

সাধারণত, রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকে। কিন্তু, ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার জন্য বদলেছে চিত্রটা। রবিবারও ইস্ট-ওয়েস্টে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। প্রসঙ্গত, করোনা মহামারির আবহে গত বছরও করুণাময়ীতে হয়েছিল বইমেলা। তবে করোনা ছড়িয়ে পড়ার ভয়ে অনেকেই এড়িয়েছিলেন জমায়েত। একইভাবে সময়ে ইস্ট-ওয়েস্টের দৌড় আটকে ছিল ফুলবাগান পর্যন্ত। ওই মেট্রোর দৈনিক যাত্রী সংখ্যা তখন দেড় হাজারের কাছাকাছি ছিল। কিন্তু, এবার বড় লাফ দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তাই বদলেছে চিত্রটা। রাস্তার যানজট এড়িয়ে বইমেলায় আসতে তাই এখন অনেকরই ভরসা ইস্ট-ওয়েস্ট মেট্রোই।