Newtown Minor Harassment: ‘পার্টি থেকে চাপ দিচ্ছে যেন কেস তুলে নিই’, এবার নিউটাউনে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন
NewTown: কলকাতার নিউটাউনে একটি পরিবার বিগত দু'মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। ওই পরিবারে স্বামী-স্ত্রী ছাড়াও থাকছিল দুই সন্তান।
নিউটাউন: কখনও মাটিয়া, কখনও হাঁসখালি, কখনও রায়গঞ্জ, জলপাইগুড়ি কখনও বা বোলপুর! রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জায়গা থেকে আকছাড় নারী নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমত সরব হয়েছে বিরোধীরা। এবার এই তালিকায় যুক্ত হল কলকাতার নিউটাউনের নাম। ছয় বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। গ্রেফতার এক যুবক।
কলকাতার নিউটাউনে একটি পরিবার বিগত দু’মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। ওই পরিবারে স্বামী-স্ত্রী ছাড়াও ছিল দুই সন্তান। পরিবারের অভিযোগ, চলতি মাসের ৬ তারিখ ভোর বেলায় বাড়ির মালিকের ছেলে ঘরে ঢুকে বছর ছয়ের শিশুটিকে যৌন নির্যাতন করে। পরে ঘটনাটি বুঝতে পেরে নিউটাউন থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
বর্তমানে শিশুকন্যাটি বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের অভিযোগ প্রথমে ঘটনাটি বাগুইআটি থানায় জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তবে থানা থেকে শিশুটির মাকে জানিয়ে দেওয়া হয় যে, বিষয়টি তাদের থানার অন্তর্ভুক্ত নয়। ওটা নিউটাউন থানা এলাকার ঘটনা।
গোটা ঘটনায় মেয়েটির মা জানায়, ‘আমি চাই অভিযুক্তদের শাস্তি হোক। আমাদের ভিতর থেকে পার্টির তরফে চাপ দেওয়া হচ্ছে যাতে কেসটি তুলে নিই। আমরা যখন রাত্রিবেলা থানায় যাই তখন থানা থেকে সাফ-সাফ জানানো হয় আমরা রাত্রিবেলা এফআইআর লিখি না। এরপর ভোর সাড়ে তিনটে পর্যন্ত আমরা থানায় বসে ছিলাম। তারপর আমাদের অভিযোগ নেওয়া হয়।’
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সে গোটা ঘটনাটি অস্বীকার করেছে। সাংবাদিকদের সে জানিয়েছে ভাড়াটে একটি নির্যাতনের কেস দিয়েছে। সেই কেসের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাকে।
বস্তুত, শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ায় নারী নির্যাতনের ঘটনা সামনে আসে। এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার মেসোর বিরুদ্ধে। বাবা-মাকে সঙ্গে নিয়ে গিয়ে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।