Kolkata Airport: কলকাতা বিমান বন্দর থেকে নিখোঁজ স্ত্রী, নিরাপত্তা নিয়ে ক্ষোভ উত্তরপাড়ার কাঞ্চনের
Netaji Subhash Chandra Bose International Airport: হুগলির উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগচী। শুক্রবার কাঞ্চনবাবু তাঁর স্ত্রী শুক্লা বাগচী ও পরিবারকে নিয়ে পুণে যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন।
কলকাতা: পুণে যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন। স্ত্রী-পরিবার সকলেই ছিল। সেই মোতাবেক কলকাতা বিমান বন্দরের (Kolkata Airport) উদ্দেশে রওনাও দেন তাঁরা। বিমান বন্দরে পৌঁছে সমস্ত রকম প্রক্রিয়া শেষ করার পর তাঁরা সিদ্ধান্ত নেন পুণে যাবেন না। সেই মতো টিকিট বাতিল করেন। তবে এরপরই ঘটল বিপত্তি। আচমকাই বিমান বন্দর থেকে উধাও হয়ে গেলেন মহিলা। তন্ন-তন্ন করে তল্লাশি চালানোর পরও খোঁজ মিলল না তাঁর। পরে থানার দ্বারস্থ পরিবার।
হুগলির উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগচী। শুক্রবার কাঞ্চনবাবু তাঁর স্ত্রী শুক্লা বাগচী ও পরিবারকে নিয়ে পুণে যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন। সেখানে সমস্ত প্রক্রিয়া শেষে পর বিমানের জন্য অপেক্ষা করতে থাকেন। তবে বেসরকারি বিমানসংস্থার বিমান রওনা দিতে দেরি করায় টিকিট বাতিলের সিদ্ধান্ত নেন কাঞ্চনবাবু।
সেই মতো টিকিট বাতিল করে লাগেজ নিতে গেলে, তাঁর স্ত্রী শুক্লা বাগচী সন্ধ্যা সাতটা নাগাদ বিমানবন্দরের ডিপারচার গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। তারপর থেকেই নিখোঁজ তিনি। এরপরই খোঁজ-খোঁজ রব। বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে উঠতে প্রশ্ন তোলেন কাঞ্চন বাগচী। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
এই বিষয়ে কাঞ্চনবাবু বলেন, “ওর মা বারবার নিরাপত্তারক্ষীদের বলছিলেন ওকে ধরো। কেউ তোয়াক্কা করল না। ইন গেট থেকে একজন মহিলা বেরিয়ে গেল। কেউ পাত্তাই দিল না। কেমন নিরাপত্তা ব্যবস্থা?”
ইতিমধ্যেই তিনি এনএস সিবিআই এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গোটা ঘটনার তদন্তে এন এস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ।