Afghan Refugees: ঘর-ব্যবসা হারানোর আশঙ্কায় পাকিস্তানের প্রায় ১৭ লক্ষ আফগান শরণার্থী

Pakistan: পাকিস্তানে ৪০ লক্ষের বেশি আফগান শরণার্থী রয়েছে। যার মধ্যে প্রায় ১৭ লক্ষ অবৈধভাবে বসবাস করছে। তাদেরই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে শেহবাজ শরিফের সরকার। যদিও পাকিস্তানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার গোষ্ঠীগুলি। আফগান শরণার্থীদের আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানিয়েছে তালিবান সরকার।

Afghan Refugees: ঘর-ব্যবসা হারানোর আশঙ্কায় পাকিস্তানের প্রায় ১৭ লক্ষ আফগান শরণার্থী
পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে লক্ষ-লক্ষ আফগান শরণার্থী।Image Credit source: Resuters
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 11:13 PM

করাচি: কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করে আসছে লক্ষাধিক আফগান শরণার্থী (Afghan Refugees)। পাকিস্তানেই (Pakistan) ঘর নিয়ে, ব্যবসা জমিয়ে বসেছিল তাদের অনেকেই। স্বাভাবিকভাবেই পাকিস্তানকেই নিজেদের দেশ বলে ধরে নিয়েছিল আফগান শরণার্থীরা। তালিবানি আতঙ্কে আর দেশে ফেরার ইচ্ছাও ছিল না। কিন্তু, ইচ্ছা না থাকলেও উপায় নেই। অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় শুরু করেছে পাক প্রশাসন। যার ফলে দল বেঁধে পাকিস্তানের ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছে আফগান শরণার্থীরা। আর এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১৭ লক্ষ আফগানের ভবিষ্যৎ। ঘর, ব্যবসা হারানোর আশঙ্কায় আতঙ্কিত তারা।

সরকারি নথিভুক্ত নয়, এমন আফগান অভিবাসীদের পাকিস্তানের মাটি ছাড়ার নির্দেশ দিয়েছিল শেহবাজ শরিফের সরকার। ১ নভেম্বরের মধ্যেই তাদের পাকিস্তান ছাড়তে হবে বলে নির্দেশ দিয়েছিল। তারপর অবশ্য অনেকগুলি দিন পেরিয়ে গিয়েছে। এখনও অনেক অবৈধ অভিবাসী পাকিস্তানে রয়ে গিয়েছে। এবার তাদের ধরপাকড় শুরু করেছে পাক প্রশাসন। গ্রেফতারির ভয়ে পাকিস্তান ছেড়ে নিজেদের দেশের দিকে পাড়ি দিয়েছে আফগান শরণার্থীরা। কিন্তু, বছরের পর বছর ধরে পাকিস্তানে বসবাসের ফলে অনেকেই এখানে ঘর-বাড়ি করে, ব্যবসার পসারও জমিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ফের সর্বহারা হওয়ার আশঙ্কায় আচ্ছন্ন তারা। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশও করেছে আফগান শরণার্থীরা।

যদিও নিরাপত্তাজনিত কারণেই আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। তাঁর অভিযোগ, আফগান নাগরিকরা দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য সংখ্যক হিংসার ঘটনায় জড়িত। এছাড়া আফগান শরণার্থীদের সঙ্গে অনেক তালিবানি জঙ্গি আশ্রয় নিয়ে থাকতে পারে। পাশাপাশি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটও আফগান শরণার্থীদের দেশছাড়া করার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

তবে পাক সরকারের এই সিদ্ধান্তের পিছনে যে কারণই থাকুক না কেন, এখন কার্যত অসহায় অবস্থা আফগান শরণার্থীদের। শিনওয়ারি নামে এক শরণার্থী বলেন, “আমরা এখানে কোনও নথি ছাড়া বছরের পর বছর ধরেই বসবাস করছি এবং স্থানীয়দের সাহায্যে ব্যবসাও জমিয়েছি। এখন কী করব!” একই অবস্থা অন্যান্য আফগান শরণার্থীদেরও। মাথার ছাদ থেকে লক্ষ-লক্ষ টাকা ব্যবসা হারানোর আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে তাদের।

পাক সরকারের খবর, পাকিস্তানে ৪০ লক্ষের বেশি আফগান শরণার্থী রয়েছে। যার মধ্যে প্রায় ১৭ লক্ষ অবৈধভাবে বসবাস করছে। তাদেরই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে শেহবাজ শরিফের সরকার। যদিও পাকিস্তানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার গোষ্ঠীগুলি। আফগান শরণার্থীদের আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানিয়েছে তালিবান সরকার।