শীঘ্রই রিপোর্ট চাওয়া হবে রাজ্য সরকারের কাছে, চাকরি প্রার্থীদের সঙ্গে কথার পরেই সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Dharmendra Pradhan:নিজেই চাকরি প্রার্থীদের তাঁর কাছে ডেপুটেশন দিতে বলেন। একইসঙ্গে দ্রুত এ বিষয়ে বাংলার সরকারের কাছে রিপোর্ট চাওয়া হবে বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র।

শীঘ্রই রিপোর্ট চাওয়া হবে রাজ্য সরকারের কাছে, চাকরি প্রার্থীদের সঙ্গে কথার পরেই সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 7:40 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ক্রমেই চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর। ইতিমধ্যেই এনফোর্সনমেন্ট ডাইরেক্টরেট বা ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Former Education Minister Partha Chatterjee)। এদিকে এরমধ্যে চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে গেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Central Education Minister Dharmendra Pradhan)। সল্টলেকে দেখে করলেন এসএলএসটি, আপার প্রাইমারি, শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের সঙ্গে। তাদের দাবি-দাওয়াও বিশদে শোনেন। এমনকী নিজেই চাকরি প্রার্থীদের তাঁর কাছে ডেপুটেশন দিতে বলেন। একইসঙ্গে দ্রুত এ বিষয়ে বাংলার সরকারের কাছে রিপোর্ট চাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীকেও লেখা হবে চিঠি।

প্রসঙ্গত, বিগত প্রায় ১ বছরের বেশি সময় ধরে কলকাতার নানা প্রান্তে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের আন্দোলন ৪৮৬ব দিনে পড়েছে। কিন্তু তারমধ্যে একেবারে কলকাতায় খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পেয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে এবার চাকরিপ্রার্থীদের দাবি দাওয়া নিয়ে যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফে ব্রাত্য বসুর কাছে চিঠি এলে তা যে রাজ্যের অস্বস্তি আরও বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে কলকাতায় এসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বিরুদ্ধেও তোপ দাগেন ধর্মেন্দ্র। তিনি বলেন, “মা সরস্বতীর পবিত্র ভূমি এই বাংলা,স্বামী বিবেকানন্দ,অরবিন্দ,বিদ্যাসাগর,রবীন্দ্রনাথের ভূমি এই বাংলা।সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির ঘটনা উঠে এসেছে, ২১ কোটি টাকা উদ্ধারের যে ঘটনা সামনে এসেছে তা অত্যন্ত কষ্টের। শিক্ষক নিয়োগ নিয়ে যে ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছি।”