Partha Chatterjee: ‘বিবেকানন্দ-বিদ্যাসাগরের পবিত্র বাংলায় এ ঘটনা অত্যন্ত কষ্টের’, পার্থর তীব্র নিন্দা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Partha Chatterjee: বাংলা পা রেখেই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ধর্মেন্দ্র। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা।

Partha Chatterjee: ‘বিবেকানন্দ-বিদ্যাসাগরের পবিত্র বাংলায় এ ঘটনা অত্যন্ত কষ্টের’, পার্থর তীব্র নিন্দা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 5:09 PM

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারিতে (SSC Scam) তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার (Kolkata) এক মডেল-অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০কোটি টাকা (Rs 20 cores)। অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) নামে ওই মডেলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার কথাও জানিয়েছে ইডি (ED)। এদিকে এরমধ্যে রাজ্যে রাজ্যে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। বাংলা পা রেখেই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ধর্মেন্দ্র। 

এদিন কলকাতায় পা রেখে ধর্মেন্দ্র বলেন, “রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারি নিয়ে শুনেছি।মা সরস্বতীর পবিত্র ভূমি এই বাংলা,স্বামী বিবেকানন্দ,অরবিন্দ,বিদ্যাসাগর,রবীন্দ্রনাথের ভূমি এই বাংলা।সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির ঘটনা উঠে এসেছে, ২১ কোটি টাকা উদ্ধারের যে ঘটনা সামনে এসেছে তা অত্যন্ত কষ্টের। শিক্ষক নিয়োগ নিয়ে যে ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছি। আগামীতে শিক্ষার যাতে কোনও অপমান না হয় তা দেখতে হবে।” তবে কলকাতায় এসে মোদী সরকারের নতুন শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করতে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে। 

ধর্মেন্দ্র বলেন, “৩৪ বছর পর ২০২০ সালে নরেন্দ্র মোদী নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতি এনেছেন। ইতিমধ্যেই যার ২ বছর সম্পূর্ণ হয়েছে। ভাল ফলও মিলতে শুরু করেছে। কিন্তু, কেন বাংলার সরকার আপত্তি জানাচ্ছে জানি না। এখানে চাকরির অভাব রয়েছে। সেটাই তো এখানে তুলে আনা হয়েছ। সঙ্কট মেটাতে নয়া কাঠামোয় পড়াশোনায় জোর দেওয়া হয়েছে।স্থানীয় ভাষায় পড়ানো হবে। আশা করছি যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে তা নিয়ে আলোচনা চলছে।সমস্যা মিটে যাবে।” সম্প্রতি, “এনআইআরএফের ২০২২ সালের তালিকা প্রকাশ পেয়েছে। যাতে ফের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় ৪ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৮ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যা নিয়েও প্রশংসা করতে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে। এ প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, জাতীয় ব়্যাঙ্কের ক্ষেত্রে বাংলা খুব ভাল ফল করেছে। আশা করি আগামীদিনে আরও ভাল ফল হবে।”