ফিট রোহিতকে অস্ট্রেলিয়ায় চান সচিন

১১ তারিখ এনসিএতে ফিটনেস টেস্ট হবে রোহিত শর্মার। তারপরই বোঝা যাবে তিনি অস্ট্রেলিয়া যেতে পারবেন কিনা। হিটম্যানের ফিটনেস টেস্টের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।

ফিট রোহিতকে অস্ট্রেলিয়ায় চান সচিন
সচিনের ফোকাসে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ছবি সৌজন্যে - টুইটার (সচিন তেন্ডুলকর)
Follow Us:
| Updated on: Dec 09, 2020 | 5:42 PM

TV9 বাংলা ডিজিটাল – যদি ফিট থাকেন, তাহলে রোহিত শর্মাকে (Rohit Sharma) অবশ্যই অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত। এমনই মন্তব্য সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা হওয়ার জন্য প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। ক্যাপ্টেন ভিকে-র না থাকা কিছুটা হলেও চাপে রাখবে ভারতকে। আর ঠিক এই কারণেই রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দরকার।

ওই কথা মাথায় রেখেই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেছেন, ‘রোহিত ফিট কিনা, আমি জানি না। এটা বিসিসিআই ও রোহিতই ভালো বলতে পারবে। আর পারবে ফিজিওরা। তবে ও যদি ফিটনেস পরীক্ষায় পাস করে, তা হলে ওর অস্ট্রেলিয়ায় (Australia) যাওয়া উচিত।’

আরও পড়ুন – অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা, প্রথম টেস্টে নেই ওয়ার্নার

অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে শুরু সিরিজ। এই প্রথম অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। গত বার টেস্ট সিরিজ জেতা বিরাটদের কাছে ,এ বারের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হল, বিরাটের না থাকা, ইশান্ত শর্মার চোট ভারতীয় টিমের ভারসাম্য অনেকটাই নষ্ট করে দেবে। যে খামতি পূরণ করার কথা ভাবতে শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সচিনের সাফ কথা, ‘বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা একটা বড় ফ্যাক্টর তো বটেই। ও টিমের সঙ্গে দীর্ঘদিন রয়েছে। অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাঠে কেমন, সেটা ও আগে থেকেই জানে। তাই ওর না থাকা সমস্যার তো বটেই।’

একই সঙ্গে সচিন এও মনে করিয়ে দিচ্ছেন, ‘আমি টিম গেমে বিশ্বাস করি। ব্যক্তিগত নৈপুন্যে নয়। যদি বিরাট চোট পেত, তা হলেও তো ওকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামতে হত ভারতকে। এ ভাবে ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।’

আরও পড়ুন – ‘মিথ্যে আগ্রাসন দেখাতে পারি না’ সাফ কথা টিম ইন্ডিয়ার নতুন তারকার

পুরনো একটা ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন সচিন। ‘একবার ওয়েস্ট ইন্ডিজ সফরের একটা টেস্টে অনিল কুম্বলে চোটের জন্য খেলতে পারেনি। সে সময় ও টিমের অন্যতম প্রধান বোলার ছিল। এই রকম পরিস্থিতিগুলোর কথা তো টিম ম্যানেজমেন্টকে মনে রাখতেই হয়।’

বিরাটের না থাকা নতুন কোনও ক্রিকেটারকে তুলে নিয়ে আসবে, বিশ্বাস সচিনের। ‘ভারতীয় টিমের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট ভালো। কোনও নতুন মুখ উঠে আসতেই পারে। এটাই তো ক্রিকেটের মাধুর্য্য। কেউ একজন হয়তো সুযোগ কাজে লাগিয়ে দেবে।’

ইশান্তের মতো অভিজ্ঞ বোলারের না থাকাটাও কিছুটা চিন্তায় রাখছে ভারতকে। সচিন মনে করছেন, ‘ইশান্তের না থাকাটা অবশ্যই একটা চিন্তার বিষয়। কিন্তু বিরাটের ক্ষেত্রে যা মনে করছি, এ ক্ষেত্রেও তাই। ক্রিকেট টিমগেম। এখানে ব্যক্তির উর্ধ্বে উঠে ভাবতে হয়।’

টি-টোয়েন্টি সিরিজে টি নটরাজন দারুণ বোলিং করেছেন। বাঁ হাতি পেসারকে কি টেস্ট টেস্ট টিমে নেওয়া উচিত? ‘ও যে ম্যাচগুলোতে খেলেছে, নিজের সেরাটা দিয়েছে। কিন্তু কাকে টিমে নেওয়া উচিত, কাকে নয়, এটা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ব্যাপার। বাইরে থেকে এ সব বলাটা আমি কোনও দিনই উচিত বলে মনে করি না।’

একেবারে প্রথম টেস্ট না হয়ে যদি সিরিজের পরের দিকে দিন-রাতের টেস্ট হত, তা হলে কি ভালো হত? সচিন বলেছেন, ‘প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ- যখনই গোলাপি বলে টেস্ট খেলত ভারত, সেটা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমই তো হত।’