Mukul Roy: দিল্লিতে মুকুল, তবু কোনও খোঁজ পাচ্ছেন না শুভ্রাংশু, গেলেন থানাতেও

Mukul Roy: মুকুল-পুত্র আগেই দাবি করেছেন, তাঁর বাবাকে নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে। যদিও সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম করেননি শুভ্রাংশু।

Mukul Roy: দিল্লিতে মুকুল, তবু কোনও খোঁজ পাচ্ছেন না শুভ্রাংশু, গেলেন থানাতেও
থানায় গেলেন মুকুল-পুত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 7:18 PM

কলকাতা: মুকুল রায়কে অপহরণ করার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেছিলেন ছেলে শুভ্রাংশু। এরপরই মঙ্গলবার বিকেলে এনএসসিবিআই থানায় যেতে দেখা গেল তাঁকে। এক রাত পেরিয়ে গেলেও এখনও মুকুল রায়ের কোনও খোঁজ পাননি বলেই অভিযোগ জানিয়েছেন শুভ্রাংশু। তাঁর দাবি, ফোনেও যোগাযোগ করতে পারছেন না বাবার সঙ্গে। বাবার মানসিক ভারসাম্য ঠিক নেই বলেও মন্তব্য করেছেন শুভ্রাংশু। তাঁর করা অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা পীযুষ কানুড়িয়াকেও জিজ্ঞাসাবাদ করে বিধান নগর পুলিশ।

সোমবারই মুকুল রায়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ছেলে শুভ্রাংশু। এদিন থানা থেকে বেরিয়ে তিনি বলেন, ‘পরিবারের লোককে না জানিয়ে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে গেলে, সেটাকে অপহরণই বলা হয়।’ কিন্তু একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, মুকুল রায় নিজেই বলছেন, ‘বিশেষ কাজে দিল্লি এসেছি।’ শুভ্রাংশুর বক্তব্য, তাঁর বাবা যা বলছেন, তা সুস্থ অবস্থায় বলছেন না। মুকুলের সঙ্গে যাঁরা দিল্লি গিয়েছেন বলে খবর, সেই ভগীরথ এবং রাজুকে ছায়াসঙ্গী বলতে রাজি নন শুভ্রাংশু। তাঁর দাবি, ওই দুজন তিন-চার বছর ধরে রয়েছেন মুকুলের সঙ্গে।

আর পীযুষ? মুকুল-পুত্র বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। পীযুষ দার সঙ্গে বাবার ভাল সম্পর্ক। মাঝে মধ্যে বাবাকে খাবার দিতে আসতেন।’ বিজেপি যোগ নিয়ে যে জল্পনা সামনে আসছে, সেই প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, ‘আমার কাছে বিজেপির থেকে কোনও প্রস্তাব আসেনি। মুকুল রায়ের কাছে এসেছিল কি না বলতে পারব না।’

মুকুল-পুত্র আগেই দাবি করেছেন, তাঁর বাবাকে নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে। যদিও সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম করেননি শুভ্রাংশু। বড় টাকার খেলা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই খেলা চলছে বলেও দাবি শুভ্রাংশুর।