২০ রানে ৫ উইকেট ! ওপেনিং জুটির রেকর্ডের পরেও চাপে মিতালি ব্রিগেড

জুটিতে ১৬৭ রান করেন শেফালি-মান্ধানা। যা ভারতীয় মহিলা ক্রিকেটে ইতিহাস। এর আগে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সন্ধ্যা আগরওয়াল ও গার্গী বন্দ্যোপাধ্যায়ের ১৫৩ রানের পার্টনারশীপ ছিল সর্বোচ্চ। যা ভাঙলেন মান্ধানা ও শেফালি।

২০ রানে ৫ উইকেট ! ওপেনিং জুটির রেকর্ডের পরেও চাপে মিতালি ব্রিগেড
দুরন্ত ব্যাটিং শেফালি-মান্ধানার। তবে ব্যর্থ ভারতের মিডল অর্ডার
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 12:30 AM

ভারত বনাম ইংল্যান্ড

ইংল্যান্ডের ENGLAND প্রথম ইনিংস- ৯/ ৩৯৬ ডিঃ (নাইট ৯৫, ডাঙ্কলে ৭৪*)

( রানা ৪/১৩১, দীপ্তি ৩/৬৫, ঝুলন JHULAN GOSWAMI ১/৫৮)

ভারতের প্রথম ইনিংস- ৫/১৮৭ ( শেফালি ৯৬,মান্ধানা ৭৮)

(নাইট ২/১)

ব্রিস্টলঃ অভিষেক ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া শেফালি ভার্মার(SHEFALI VERMA)। ওপেনিং জুটিতে স্মৃতি মান্ধানাকে(SMRITI MANDHANA) সঙ্গী করে যে লড়াই করলেন, তা বিফলে গেল দিনের শেষে। ভারতীয় (INDIA) ব্যাটিংয়ের মিডল অর্ডারের ব্যর্থতায়। ওপেনিং পার্টনারশীপে ১৬৭ রান করার পর দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৫ উইকেটে ১৮৭।

প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ২৬৯। সেখান থেকে দলকে বড় ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যান ডাঙ্কলে। ঝুলন-রানাদের দাপটে উইকেট পড়লেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ডাঙ্কলে।নবম উইকেটে স্রাবসোলকে সঙ্গী করে ৭০ রান যোগ করেন ডাঙ্কলে। ৯ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেয় ইংল্যান্ড। ৭৪ রানে অপরাজিত থাকেন ডাঙ্কলে। ৪ উইকেট স্নেহ রানার। ৩ উইকেট দীপ্তি শর্মার। বাংলার ঝুলন গোস্বামীর ঝুলিতে ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনিং জুটির লড়াই ছিল নজরকাড়া। ইংল্যান্ডের বোলিং অ্যাটাকের সামনে স্মৃতি মান্ধানা ও অভিষেক হওয়া শেফালি ভার্মার আত্মবিশ্বাসে ভরপুর ব্যাটিং স্বস্তি দেয় মিতালি ব্রিগেডকে। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে শুরু শেফালির ঝোড়ো ব্যাটিং। অবশেষে ক্রসের বলে ৯৬ রানে আউট হন শেফালি। ইনিংসে ছিল ২ ওভার বাউন্ডারি ও ১৩টি বাউন্ডারি।প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার  হিসেবে অভিষেক টেস্টে ওভার বাউন্ডারি মারার কীর্তি গড়লেন শেফালি।তিনিফিরে যাওয়ার কিছু পরেই প্যাভিলিয়নে ফেরেন তাঁর ওপেনিং পার্টনার স্মৃতি মান্ধানা। ৭৮ রানে আউট হন মান্ধানা।জুটিতে ১৬৭ রান করেন শেফালি-মান্ধানা। যা ভারতীয় মহিলা ক্রিকেটে ইতিহাস। এর আগে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সন্ধ্যা আগরওয়াল ও গার্গী বন্দ্যোপাধ্যায়ের ১৫৩ রানের পার্টনারশীপ ছিল সর্বোচ্চ। যা ভাঙলেন মান্ধানা ও শেফালি।

এরপরেই শুরু ভারতীয় মিডল অর্ডারে তাসের ঘরের মত ভাঙন। অধিনায়ক নাইটের দাপটে পরপর উইকেট হারাতে শুরু করে ভারত।মাত্র ২ রানে আউট অধিনায়ক মিতালি রাজও। সুপারফ্লপ পুনম রাউত ও শিখা পান্ডে। দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৫ উইকেটে ১৮৭। ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।