Weather Update: মুখ ফিরিয়েছে মৌসুমি অক্ষরেখা, আগামী কয়েকদিনে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

Weather Update: বিগত কয়েক সপ্তাহে ভোর রাতে তাপমাত্রার বড়সড় পারাপতন দেখতে পাওয়া গেলেও বিগত দুদিন তাপমাত্রার পারা ক্রমেই উঠতে দেখা গিয়েছে। বর্তমানে শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

Weather Update: মুখ ফিরিয়েছে মৌসুমি অক্ষরেখা, আগামী কয়েকদিনে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
বৃষ্টি (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 4:43 PM

কলকাতা: আষাঢ় গড়িয়ে শ্রাবন শুরু হলেও এখনও বৃষ্টির (Rain) বড়সড় দাপট দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে। শেষ জুনে বড়সড় বৃষ্টির ঘাটতি দেখেছিল দক্ষিণবঙ্গ(South Bengal)। জুলাইয়েও বিশেষ অবস্থার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তবে উত্তরে ঘাঁটি গেড়েছে মেঘের দল। আগামী ৩ দিন উত্তরবঙ্গের (North Bengal) সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে, এই মুহূর্তে ওড়িশার বালাসোরের কাছে রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর সে কারণেই বাংলার বৃষ্টি ভাগ্য খুব একটা ভাল নয় বলেই মনে করা হচ্ছে। 

অন্যদিকে আর একটি ঘূর্ণাবর্ত কয়েকদিন ধরেই অবস্থান করছিল মধ্যপ্রদেশের উপর। সেটাও বর্তমানে রাজস্থানের কাছাকাছি চলে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গে কমতে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস বলছে আগামী তিনদিনে আরও কমবে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতাতেও আগামী কয়েকদিনে কলকাতাতেও বৃষ্টির দেখা খুব একটা মিলবে না। সঙ্গে বাড়বে তাপমাত্রার পরিমাণ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে ২৯-৩০ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। 

এদিকে বিগত কয়েক সপ্তাহে ভোর রাতে তাপমাত্রার বড়সড় পারাপতন দেখতে পাওয়া গেলেও বিগত দুদিন তাপমাত্রার পারা ক্রমেই উঠতে দেখা গিয়েছে। বর্তমানে শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী তিনদিনে তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিগত কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। সেটিও আগামী কয়েকদিন বেশ খানিকটা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।