Mejia Thermal Power Station: ‘পেনশনের আওতায় আনা হোক’, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে বিক্ষোভ
Mejia Thermal Power Station: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সালে ডিভিসির সঙ্গে এ রাজ্যের সরকারের চুক্তি মোতাবেক ৫২০ জন ভূমিহারাকে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থায়ী চাকরি দেওয়ার কথা ছিল।
বাঁকুড়া: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভূমিহারা কর্মীদের সকলকে পেনশনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ চলছে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মীরা। সোমবার সকাল থেকে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের লাগাপাড়া গেটে শুরু হয় অবস্থান বিক্ষোভ। অবিলম্বে পেনশনের আওতায় না আনা হলে, দাবি পূরণ না হলে, আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।
মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সালে ডিভিসির সঙ্গে এ রাজ্যের সরকারের চুক্তি মোতাবেক ৫২০ জন ভূমিহারাকে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থায়ী চাকরি দেওয়ার কথা ছিল। ২০০২ সাল পর্যন্ত ২৮০ জনকে চাকরি দেয় ডিভিসি।
সেই সময়ই বাকি ২৪০ জনকে প্যানেলভুক্ত করে রাখা হয়। দীর্ঘ আন্দোলনের পর ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে ওই ২৪০ জনকে নিয়োগপত্র দেয় মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। সেই কর্মীদের একটা বড় অংশ বর্তমানে অবসরপ্রাপ্ত। কিন্তু তাঁরা পেনশনের আওতার বাইরে রয়েছেন।
২০২০ সালে কেন্দ্রীয় সরকারের জারি করা সার্কুলার অনুযায়ী, ১ জানুয়ারি ২০০৪ সালের আগে প্যানেলভুক্ত সকলের পেনশন পাওয়ার কথা। সে হিসাবে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমিহারা সকল কর্মী পেনশনের আওতায় থাকার কথা। কিন্তু বিক্ষোভকারীরা জানাচ্ছেন, পেনশন থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে তাঁদের পেনশনের আওতায় আনা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।