হ্যাশট্যাগ মর্নিং ফ্রেশ মুখশ্রী পাওয়ার সহজ উপায় কী?
সহজ উপায়ে কীভাবে মিলবে সুন্দর মুখ? সুন্দর হতে প্রয়োজন সাধারাণ কিছু ঘরোয়া টোটকা।
সকালে ঘুম থেকে উঠেই ইনস্টা রেডি লুকের একটা ছবি পোস্ট করা প্রত্যেকর মেয়ের স্বপ্ন। হ্যাশট্যাজ মনিং ফ্রেশ (#morningfresh)। একটা সময় যদিও মেয়েরা এতখানি টেকস্যাভি ছিল না। তখন আয়নাই দিত রূপের হদিশ। সকলেই মনে মনে ভাবতে চাইত, আয়না বলছে – “আহার রূপবতী! কে তুমি?” কিন্তু অযন্তে সেই শখ আর মিটছে কই? তাই সুন্দর ত্বক ও উজ্জ্বল রূপ পেতে মেনে চলুন কিছু টিপস্ –
চিন্তা হটাও, দূর ভাগাও মনের অস্থিরতা, ছটফটানি থেকে নিস্তার পেতে হবে চটপট। মনে রাখবেন, বেশি দুশ্চিন্তা করলেই তার ছাপ পড়বে সুন্দর মুখশ্রীতে।
ঘুমের অভাব প্রতিদিন ৭ ঘণ্টার ঘুম অত্যন্ত জরুরি। রাতে কম ঘুমোলে, দুপুরের ভাত ঘুম দারুণ উপকারী। বিকেলে কোথাও যাওয়ার আছে এদিকে ফ্যাশিয়াল করার সময় বা রেস্ত কোনওটাই নেই। উপায় হ্যাজ়। দুপুরে টানা ২ ঘণ্টার ঘুম দিয়ে মুখ ধুয়ে নিন ভাল করে। তরতাজা বোধ করবেন, সেই সঙ্গে মুখ থেকেও জেল্লা বিচ্ছুরিত হবে।
ফেসওয়াশ বাজার চলতি বেশকিছু ফেসওয়াশ পাওয়া যায়, যাতে রাসায়নিক উপাদান তুলনায় কম। হার্বাল বলা হয়। ত্বকের উপযুক্ত ফেসওয়াশ কিনে ফেলুন। রোজ স্নানের সময় কিংবা রাতে শুতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করুন ফেশওয়াশ দিয়ে।
টোনার ধুলো, ধোঁয়ায় ত্বকের বারোটা বাজে। তাই স্নানের পরে মুখমণ্ডলে তুলোয় ২-৩ ফোঁটা টোনার দিয়ে মুখে বুলিয়ে নিন। ময়লা দূর হবে। ত্বকের আর্দ্রতা (pH ফ্যাক্টর) বজায় থাকবে। রুক্ষভাব চলে যাবে অনায়াসে। গোলাপ জল কিংবা বাজার চলতি টোনার ব্যবহার করতে পারেন।
দুধের সর, হলুদ ও বেসন দিদিমা-ঠাকুরমার এই টোটকা আজও একশোয় একশো। সপ্তাহে অন্তত দু’ দিন দুধের সর ও হলুদ ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন? প্রথমে একটি ছোট বাটিতে দুধের সর নিন, তাতে মেশান একচিমটি হলুদ গুঁড়ো ও এক চা চামচ বেসন। একটি ব্রাশের সাহায্যে মুখে লেপে অপেক্ষা করুন। একটু টান ধরলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। রাতে শুতে যাওয়ার আগেও এই টোটকা মানতে পারেন। সকালে উঠে দেখবেন হ্যাশট্যাগ বলছে মর্নিং ফ্রেশ!