Dry Skincare Tips: রুক্ষ-শুষ্ক ত্বক মোলায়েম করতে এবং জেল্লা ফেরাতে যত্ন করুন ‘মালাই’ দিয়ে

রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগে মালাই বা মিল্ক ক্রিম কিংবা দুধের সর? এর সঙ্গে কী কী উপকরণ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা সম্ভব? দেখে নিন।

Dry Skincare Tips: রুক্ষ-শুষ্ক ত্বক মোলায়েম করতে এবং জেল্লা ফেরাতে যত্ন করুন 'মালাই' দিয়ে
রুক্ষ, শুষ্ক ত্বকের ঘরোয়া উপায়ে যত্ন করতে ব্যবহার করুন মালাই।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 7:18 AM

আপনার যদি রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা থাকে, তাহলে অবশ্যই ত্বকের যত্ন নিতে পারেন মালাই বা মিল্ক ক্রিম অর্থাৎ দুধের সর দিয়ে। সব ধরনের ত্বকের জন্যই দুধের সর উপকারি উপকরণ। তবে রুক্ষ, শুষ্ক ত্বকের যত্নে বিশেষ ভাবে কাজে লাগে ঘরোয়া এই উপকরণ। বিউটি বিশেষজ্ঞ কিংবা বিউটি পরামর্শদাতারা সবসময়ই বলেন, আমাদের বাড়িতে বিশেষ করে রান্নাঘরেই লুকিয়ে রয়েছে এমন সব উপদান, যা ত্বকের যত্ন নিতে সাহায্য করে। তেমনই বেশ কিছু উপকরণের সঙ্গে মালাই বা মিল্ক ক্রিম কিংবা দুধের সর মিশিয়ে ফেসপ্যাক বা স্ক্রাবার তৈরি করে মুখে এবং গা-হাত-পায়ে লাগালে তফাৎটা সাদা চোখেই বোঝা যায়।

রুক্ষ-শুষ্ক ত্বকের যত্নে কীভাবে কাজে লাগে এই মালাই বা মিল্ক ক্রিম কিংবা দুধের সর?

ন্যাচারাল ক্লেনজার- মুখ পরিষ্কারের জন্য বাজারচলতি ফেসওয়াশের পরিবর্তে কাঁচা দুধ কিংবা দুধের সর ব্যবহার করতেই পারেন। এর সাহায্যে মুখের মধ্যে জমে থাকা তেল-ময়লা নিমেষেই পরিষ্কার হয়ে যায়। তার ফলে ফিরে আসে ত্বকের জেল্লা। মুখ পরিষ্কারের সময় দুধের সর বা মালাইয়ের সঙ্গে সামান্য লেবুর পাতিলেবুর রস মিশিয়ে নিলে আরও বেশি উপকার পাবেন।

ত্বক আর্দ্র রাখে- ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে দুধের সর। রুক্ষ, শুষ্ক ত্বকে এমনিতেই ময়শ্চারাইজারের প্রয়োজন হয়। অতএব, এই ধরনের ত্বকের ক্ষেত্রে দুধের সর মেখে যত্ন করলে উপকার পাওয়া যায় হাতেনাতে। এর পাশাপাশি ত্বকের বিভিন্ন কালচে দাগ-ছোপ দূর করে জেল্লা ফেরাতেও কাজে লাগে মালাই।

ত্বকের র‍্যাশ, অ্যালার্জি দূর করে- রুক্ষ, শুষ্ক ত্বকে অনেকসময়েই বিভিন্ন অ্যালার্জি, র‍্যাশ দেখা দেয়। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে ফেটে যায়। তার ফলে জ্বালা করতে থাকে। এক্ষেত্রে দারুণ ভাবে কাজ দেয় মালাই। এর সঙ্গে একটু মধু মিশিয়ে মুখে মাখতে পারলে এইসব জ্বালা, যন্ত্রণা থেকে রেহাই পাবেন নিমেষে।

ট্যানের সমস্যা মেটায়- ঘরোয়া উপকরণ দিয়ে ফেসপ্যাক তৈরি করলে, তার সঙ্গে অতি অবশ্যই মিশিয়ে নিন মালাই। তারপর সেই ফেসপ্যাক টানা কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন উধাও হয়েছে সমস্ত ট্যান। এক্ষেত্রে মালাই বা দুধের ক্রিম কিংবা দুধের সরের সঙ্গে হলুদ গুঁড়ো, মধু, পাতিলেবুর রস— এইসব উপকরণ মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন।

আরও পড়ুন- হ্যাশট্যাগ মর্নিং ফ্রেশ মুখশ্রী পাওয়ার সহজ উপায় কী?