AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hibiscus Powder: বাজারের কেনা পণ্যে কাজ দিচ্ছে না? ঘরেই বানিয়ে নিন হিবিস্কাস পাউডার

Home Remedies: আপনি যদি বাজারে জবা ফুলের তৈরি কোনও পণ্য না পেয়ে থাকেন, তাহলে সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন।

Hibiscus Powder: বাজারের কেনা পণ্যে কাজ দিচ্ছে না? ঘরেই বানিয়ে নিন হিবিস্কাস পাউডার
জবা ফুলের গুঁড়োImage Credit: istockphoto.com
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 1:45 PM
Share

আমরা সবাই জানি যে জবা ফুল চুলের জন্য কতটা ভাল। সেই ঠাকুমা মায়েদের সময় থেকে চুলের যত্নে জবা ফুল ব্যবহার হয়ে আসছে। ঘরে তৈরি হেয়ার অয়েলে সেই সময় জবা ফুল (Hibiscus) থাকতই। তাছাড়া যদি আয়ুর্বেদের কথা বিবেচনা করা হয়, তাহলে সেখানেও জবা ফুলের ব্যবহার দেখা যায়। কিন্তু এখন বাজারে যে সব প্রসাধনী পণ্য (Beauty Product) পাওয়া যায়, তাতে জবা ফুলের ব্যবহার নেই বললেই চলে। কিন্তু জবা ফুলের ব্যবহার চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। যেমন ধূসর চুল, চুলের বৃদ্ধি বা চুল পড়া বন্ধ করা (Hair Care) ইত্যাদির সমস্যা নিমেষে দূর করে জবা ফুল। আপনি যদি বাজারে জবা ফুলের তৈরি কোনও পণ্য না পেয়ে থাকেন, তাহলে সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন।

আপনি যদি জবা ফুলের গুঁড়ো তৈরি করে রাখেন, তাহলে এটি দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। উপরন্ত এটি হেয়ার মাস্ক, ফেসমাস্ক ইত্যাদিতে অনায়াসে ব্যবহার করে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন হিবিস্কাস পাউডার।

হিবিস্কাস পাউডার তৈরি করার জন্য আপনার জন্য জবা ফুল, জবা ফুলের পাতা আর গোলাপ ফুলের পাপড়ি। আপনি যদি ২ মাসের জন্য এই পাউডার তৈরি করতে চান, তাহলে সেই মতোই ফুল ও পাতা নিন। এই তিনটি উপাদানের মধ্যে জবা ফুলের পরিমাণটা বেশি রাখুন। পাউডার তৈরি করার জন্য প্রথমে উপাদান তিনটি ভাল করে ধুয়ে রোদে শুকনো করতে দিন। কমপক্ষে ২ দিনের জন্য এটি রোদে রাখুন, যাতে এর আর্দ্রতা পুরোপুরি চলে যায়। উপাদানগুলি শুকিয়ে গেলে এক সঙ্গে মিশিয়ে নিন এবং মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার একটা এয়ার টাইপ কৌটোতে এটা ভরে রেখে দিন।

বাড়িতে তৈরি হিবিস্কাস পাউডার সহজেই এক বা দুই মাসের জন্য সংরক্ষণ করে রাখা যেতে পারে, তবে এটি সংরক্ষণ করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটি একটি কাচের পাত্রে সংরক্ষণ করার চেষ্টা করুন। এছাড়াও, জারটি ভিতর থেকে সম্পূর্ণ ভাবে শুকনো হওয়া উচিত। এমনকি এক ফোঁটা জলও এটি নষ্ট করতে পারে। অন্যদিকে, কৌটো থেকে হিবিস্কাস পাউডার বের করতে সবসময় একটি শুকনো চামচ ব্যবহার করুন।

কীভাবে ব্যবহার করবেন-

এই পাউডার ত্বকের জন্যও খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে। গ্রীষ্মকালে এটি স্ক্রাব এবং ফেসপ্যাক উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। চালের আটার সঙ্গে হিবিস্কাস পাউডার মেশান এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এখন আপনি এটি দিয়ে স্ক্রাবিং করতে পারেন।

ফেসপ্যাকের জন্য হিবিস্কাস পাউডারে শুধু গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। গরমে চাইলে প্রতিদিন এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকের উন্নতির পাশাপাশি ব্রণের সমস্যাও কমবে এতে।

চুলের যত্নের জন্য আপনি দই আর অলিভ অয়েলের সঙ্গে হিবিস্কাস পাউডার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতেই অনেক উপকার পাবেন চুলের। এছাড়াও আপনি আমলকী গুঁড়ো, শিকাকাই পাউডার বা মেহেন্দি‌র সঙ্গে হিবিস্কাস পাউডার মিশিয়ে চুলে লাগাতে পারেন।

আরও পড়ুন: ২০২২-এর নতুন বিউটি ট্রেন্ড রোজশিপ অয়েল! জানেন কি এর গুণাগুণ সম্পর্কে?