Hair Fall Prevention: শীতকালে গ্লিসারিনের ব্যবহার অনেকেই করেন, এবার চুলের সমস্যা কমাতে এর ব্যবহার সম্বন্ধে জেনে নিন…

চুল নরম ও উজ্জ্বল রাখার পাশাপাশি শীতকালীন নানা সমস্যা প্রতিরোধে কার্যকরী এক উপাদান হল গ্লিসারিন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন গ্লিসারিন-

Hair Fall Prevention: শীতকালে গ্লিসারিনের ব্যবহার অনেকেই করেন, এবার চুলের সমস্যা কমাতে এর ব্যবহার সম্বন্ধে জেনে নিন...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 8:37 AM

চুলের সমস্যার জন্য উপযুক্ত সমাধান খুঁজে পেতে হয়রান অবস্থা! শীতকালে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হল চুল পড়া (Hair Fall)। আর এতেই আমরা হতাশ বোধ করি। এই চুল পড়া রোধ করার জন্য় বিভিন্ন ধরণের পণ্য বা ঘরোয় উপায়ে সন্ধান করে থাকি। তবে এই মরশুমে (Winter Season) এমন সমস্যার মুখোমুখি হলে একটি মোক্ষম দাওয়াই রয়েছে। আর তা হল গ্লিসারিন।

এই উপাদান ব্যবহারে ত্বক যেমন কোমল ও মসৃণ হয় ঠিক তেমনই চুলের যত্নেও গ্লিসারিনের জুড়ি মেলা ভার। চুলের জট ছাড়াতে যেসব প্রসাধনী বাজারে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে ‘ডিট্যাঙ্গলিং লিক্যুইড’ নামক একটি উপাদান থাকে। যার প্রধান উপাদান হল গ্লিসারিন। এই গ্লিসারিনের একাধিক স্বাস্থ্যকর গুণ আছে যা আমাদের ত্বকের আর চুলের জন্য বেশ উপকারি। শীতকালে গ্লিসারিনের ব্যবহার বহুকাল থেকেই হয়ে আসছে।

চুল নরম ও উজ্জ্বল রাখার পাশাপাশি শীতকালীন নানা সমস্যা প্রতিরোধে কার্যকরী এক উপাদান হল গ্লিসারিন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন গ্লিসারিন-

Glycerin Hair Fall Prevention

  • শীতে চুল আরও শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এক্ষেত্রে গ্লিসারিন চুলের আর্দ্রতা বজায় রাখে। তাই শ্যাম্পু করার পর বাজারচলতি কন্ডিশনারের পরিবর্তে চুলে ব্যবহার করুন কন্ডিশনার। দেখবেন চুল কতটা নরম হয়ে গিয়েছে।
  • চুলের স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন। এজন্য সমপরিমাণে পানি ও গ্লিসারিন একসঙ্গে স্প্রে বোতলে ভরে রাখুন। হঠাৎ করেই চুল অত্যধিক শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে এই মিশ্রণ চুলে স্প্রে করে নিন।
  • চুলের আগা ফাটার সমস্যাতেও দারুন কার্যকরী হলো গ্লিসারিন। এ সমস্যা কমাতেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন। এজন্য অল্প গ্লিসারিন হাতে নিয়ে ভেজা চুলের ডগায় লাগিয়ে নিন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে ও আগা ফাটাও রোধ হবে।
  • খুশকির সমস্যায় ছোট-বড় সবাই কমবেশি ভোগেন। শীত এলেই এ সমস্যা বেড়ে যায়। জানেন কি, খুশকির সমস্যাও সমাধান করতে পারে গ্লিসারিন।

টিপস:

অল্প পরিমাণে গ্লিসারিন হাতে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। জোরে জোরে ঘষবেন না। কারণ গ্লিসারিন চুলের গোড়া নরম করে দেয়। ফলে চুল পড়তে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন

এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Vitamin C Skin Care Tips: ত্বকের যত্ন নিতে ভিটামিন সি মারাত্মক গুরুত্বপূর্ণ, কীভাবে এই সিরাম বানাবেন জেনে নিন…

আরও পড়ুন: Stretch Mark Removal: শরীরের যাবতীয় স্ট্রেচ মার্ক দূর করতে এই একটি উপাদানই যথেষ্ট, বাড়িতে তা কীভাবে বানাবেন জেনে নিন…

আরও পড়ুন: Glossy Hair: ঐশ্বর্যার মত চকচকে সুন্দর চুল চান? হেয়ার মাস্ক হিসেবে এই সবুজ ফলেই হবে কেল্লাফতে