Acne-Makeup: আপনার মেকআপই ব্রণর জন্য দায়ী নয় তো? বুঝবেন যে উপায়ে…
Acne Skin Care Tips: মেকআপ করার পরদিনই মুখে ব্রণর উৎপাত শুরু হয়। নরম্যাল স্কিন হওয়া সত্ত্বেও এমন ঘটনা ঘটে। এমন বেশ কিছু কসমেটিক রয়েছে যা ব্রণর জন্য দায়ী। এই ধরনের সমস্যাকে বলা হয় অ্যাকনি কসমেটিকা।
মুখে যদি ব্রণ হয়, তাহলে সাবধান হওয়া জরুরি। স্কিন কেয়ার থেকে শুরু করে লাইফস্টাইল, সব দিকে সমান নজর দিতে হবে। এমনকী ঘন ঘন মেকআপ করলেও সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনার মেকআপ করার জন্য ব্রণর সমস্যা বাড়ে, তাহলে একটু নড়েচড়ে বসা দরকার। এমন মহিলার সঙ্গেই ঘটে থাকে, যেখানে মেকআপ করার পরদিনই মুখে ব্রণর উৎপাত শুরু হয়। নরম্যাল স্কিন হওয়া সত্ত্বেও এমন ঘটনা ঘটে। এমন বেশ কিছু কসমেটিক রয়েছে যা ব্রণর জন্য দায়ী। এই ধরনের সমস্যাকে বলা হয় অ্যাকনি কসমেটিকা।
অ্যাকনি কসমেটিকা হল এমন একটি অবস্থা, যেখানে মেকআপ ব্যবহারের পরই মুখে ব্রণ দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্রণ গালে, থুতনিতে বা কপালে দেখা যায়। সাধারণত মেকআপের জন্য যে ব্রণ বেরোয় তার মুখগুলো সাদা হয়। আবার অনেক ক্ষেত্রে ফুসকুড়িও বেরোয়। অনেক সময় ঠোঁটের উপরও ব্রণ বা ফুসকুড়ি বেরোতে দেখা যায়। এক্ষেত্রে বুঝবেন আপনার লিপ বাম বা লিপস্টিকই দায়ী।
আপনার যে কসমেটিকে সমস্যা রয়েছে, তা বুঝতে হয়তো সময় লাগতে পারে। মুখে মেকআপ করার পরই যে হঠাৎ করে ব্রণর উদয় হবে, এমন নয়। মেকআপের কারণে ব্রণ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। অনেক ক্ষেত্রে মাসও কেটে যায়। এই কারণে মেকআপ ও ব্রণর মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা বুঝতে অনেক সময় লেগে যায়। যদি মেকআপের কারণে আপনার ব্রণর সমস্যা হয়, তাহলে সাধারণ কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হবে।
১) মেকআপ পণ্যের উপর নজর দিন। ত্বকের জন্য সঠিক মেকআপ পণ্য বেছে নিন। মেকআপ কেনার আগে লেবেল পড়ে নিন। একই উপায় কাজে লাগান ত্বক ও চুলের প্রসাধনী পণ্য কেনার সময়।
২) হালকা মেকআপ করুন। মুখে খুব বেশি মেকআপ করবেন না। পাশাপাশি ধীরে-ধীরে মেকআপ লাগাবেন। ত্বকের উপর খুব বেশি চাপ দেবেন না।
৩) নিয়মিত মেকআপ ব্রাশ, ব্লেন্ডার ও স্পঞ্জ পরিষ্কার করুন। এই সব পণ্যের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, যা ব্রণর সমস্যা বাড়িয়ে তুলতে পারে। প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করুন।
৪) দিনের শেষ অবশ্যই মেকআপ তুলে ঘুমোতে যাবেন। প্রথমে মেকআপ রিমুভার বা নারকেল তেল দিয়ে মেকআপ তুলে ফেলুন। তারপর ফোমিং ফেসওয়াশের সাহায্যে মুখ ধুয়ে নিন। এরপরও রোমকূপে মেকআপ জমে থাকে। তাই পুনরায় ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নেবেন।
৫) ব্রণ হলে নিয়মিত মুখ পরিষ্কার করুন এবং ত্বক ময়েশ্চারাইজ করুন। যদি ব্রণর সমস্যা না কমে তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।